মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
১৩- উত্তরাধিকার সম্পত্তি ও ওয়াসিয়্যাত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
হাদীস নং: ৩০৬৮
- উত্তরাধিকার সম্পত্তি ও ওয়াসিয়্যাত অধ্যায়
১৯. তৃতীয় অনুচ্ছেদ - ফারায়িয (মৃত ব্যক্তির সম্পত্তি বণ্টন সম্বন্ধীয়) ও অন্তিম উপদেশ বা আদেশ)
৩০৬৮। তাবেয়ী মুহাম্মাদ ইবনে আবু বকর ইবনে হাযম (রঃ) হইতে বর্ণিত আছে, তিনি তাঁহার বাপ আবু বকর ইবনে হাযম (রাঃ)-কে বহুবার বলিতে শুনিয়াছেন, হযরত ওমর ইবনে খাত্তাব (রাঃ) বলিতেন, কি আশ্চর্য। ফুফু (ভাইপুত-ভাইঝির) মৌরুস হয় অথচ সে (তাহাদের) ওয়ারিস হয় না। –মালেক
كتاب الفرائض والوصايا
وَعَنْ مُحَمَّدِ بْنِ أَبِي بَكْرِ بْنِ حَزْمٍ أَنَّهُ سَمِعَ أَبَاهُ كَثِيرًا يَقُولُ: كَانَ عُمَرُ بْنُ الْخَطَّابِ يَقُولُ: عَجَبًا لِلْعَمَّةِ تُورَثُ وَلَا تَرث. رَوَاهُ مَالك
তাহকীক:
হাদীস নং: ৩০৬৯
- উত্তরাধিকার সম্পত্তি ও ওয়াসিয়্যাত অধ্যায়
১৯. তৃতীয় অনুচ্ছেদ - ফারায়িয (মৃত ব্যক্তির সম্পত্তি বণ্টন সম্বন্ধীয়) ও অন্তিম উপদেশ বা আদেশ)
৩০৬৯। হযরত ওমর (রাঃ) বলিয়াছেন, 'ফারায়েয' শিক্ষা কর। হযরত ইবনে মাসউদ (রাঃ) বাড়াইয়া বলিয়াছেন, তালাক ও হজ্জের মাসায়েলও, অতঃপর উভয়ে বলিয়াছেন, কেননা, উহা তোমাদের দ্বীনের অঙ্গ। —দারেমী
كتاب الفرائض والوصايا
وَعَنْ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: تَعَلَّمُوا الْفَرَائِضَ وَزَادَ ابْنُ مَسْعُودٍ: وَالطَّلَاقَ وَالْحَجَّ قَالَا: فَإِنَّهُ من دينكُمْ. رَوَاهُ الدَّارمِيّ
তাহকীক:
হাদীস নং: ৩০৭০
- উত্তরাধিকার সম্পত্তি ও ওয়াসিয়্যাত অধ্যায়
২০. প্রথম অনুচ্ছেদ - ওয়াসিয়্যাত (অন্তিম উপদেশ বা নির্দেশ)
৩০৭০। হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ যে মুসলমানের এমন মাল আছে যাহাতে ওছিয়ত করা যাইতে পারে, তাহার নিজের কাছে ওছিয়তনামা লেখিয়া না রাখিয়া দুই রাত্র অতিবাহিত করারও তাহার অধিকার নাই। — মোত্তাঃ
كتاب الفرائض والوصايا
بَابُ الْوَصَايَا: الْفَصْل الأول
عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا حَقُّ امْرِئٍ مُسْلِمٍ لَهُ شَيْءٌ يُوصَى فِيهِ يَبِيتُ لَيْلَتَيْنِ إِلَّا وَوَصِيَّة مَكْتُوبَة عِنْده»
তাহকীক: