মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

১৩- উত্তরাধিকার সম্পত্তি ও ওয়াসিয়্যাত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৩০৭১
- উত্তরাধিকার সম্পত্তি ও ওয়াসিয়্যাত অধ্যায়
২০. প্রথম অনুচ্ছেদ - ওয়াসিয়্যাত (অন্তিম উপদেশ বা নির্দেশ)
৩০৭১। হযরত সা'দ ইবনে আবু ওয়াক্কাস (রাঃ) বলেন, মক্কা বিজয়ের বৎসর আমি এক রোগে আক্রান্ত হইলাম, যাহাতে আমি মৃত্যুর দ্বারে পৌঁছিলাম। ঐ সময় রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখিতে আসিলেন। আমি বলিলাম, ইয়া রাসূলাল্লাহ্! আমার প্রচুর মাল আছে, আর আমার একমাত্র কন্যা ব্যতীত (ঔরসজাত) কোন ওয়ারিস নাই। আমি কি আমার সমস্ত মাল (অন্যদের জন্য) ওছিয়ত করিয়া যাইব? তিনি বলিলেন, না। আমি বলিলাম, তাহা হইলে কি তিন ভাগের দুই ভাগ? তিনি বলিলেন, না। আমি বলিলাম, তবে কি অর্ধেক ? তিনি বলিলেন, না। আমি বলিলাম, তবে কি এক-তৃতীয় ভাগ? তিনি বলিলেন, হ্যাঁ তৃতীয় ভাগ ; আর তৃতীয় ভাগও বেশী। তুমি তোমার (অপর) ওয়ারিসদিগকে সচ্ছল রাখিয়া যাইবে ইহা তোমার পক্ষে উত্তম তাহাদিগকে দরিদ্র রাখিয়া যাওয়া অপেক্ষা – যাহাতে তাহারা অন্যের নিকট যাজ্ঞা করিবে। তুমি আল্লাহর সন্তোষলাভের উদ্দেশ্যে তোমার পরিবারের প্রতি যে খরচ করিবে, নিশ্চয় তাহাতেও তোমাকে সওয়াব দেওয়া হইবে—এমন কি তুমি (আদর করিয়া) তোমার বিবির মুখে যে লোকমা উঠাইয়া দাও তাহাতেও। — মোত্তাঃ
كتاب الفرائض والوصايا
وَعَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ قَالَ: مَرِضْتُ عَامَ الْفَتْحِ مَرَضًا أَشْفَيْتُ عَلَى الْمَوْتِ فَأَتَانِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعُودُنِي فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ: إِنَّ لِي مَالًا كَثِيرًا وَلَيْسَ يَرِثُنِي إِلَّا ابْنَتِي أَفَأُوصِي بِمَالِي كُلِّهِ؟ قَالَ: «لَا» قُلْتُ: فَثُلُثَيْ مَالِي؟ قَالَ: «لَا» قُلْتُ: فَالشَّطْرِ؟ قَالَ: «لَا» قُلْتُ: فَالثُّلُثِ؟ قَالَ: «الثُّلُثُ وَالثُّلُثُ كَثِيرٌ إِنَّكَ إِنْ تَذَرْ وَرَثَتَكَ أَغْنِيَاءَ خَيْرٌ مِنْ أَنْ تَذَرَهُمْ عَالَةً يَتَكَفَّفُونَ النَّاسَ وَإِنَّكَ لَنْ تُنْفِقَ نَفَقَةً تَبْتَغِي بِهَا وَجْهَ اللَّهِ إِلَّا أُجِرْتَ بِهَا حَتَّى اللُّقْمَةَ تَرْفَعُهَا إِلَى فِي امْرَأَتِكَ»
হাদীস নং: ৩০৭২
- উত্তরাধিকার সম্পত্তি ও ওয়াসিয়্যাত অধ্যায়
২০. দ্বিতীয় অনুচ্ছেদ - ওয়াসিয়্যাত (অন্তিম উপদেশ বা নির্দেশ)
৩০৭২। হযরত সা'দ ইবনে আবু ওয়াক্কাস (রাঃ) বলেন, আমার এক রোগে রাসূলুল্লাহ্ (ﷺ) আমাকে দেখিতে আসিয়া জিজ্ঞাসা করিলেন, ওছিয়ত করিবার ইচ্ছা করিয়াছ কি ? আমি বলিলাম, হ্যাঁ। তিনি বলিলেন, কি পরিমাণ? বলিলাম, আমার সমস্ত মাল আল্লাহর রাস্তায় দিতে ইচ্ছা করিয়াছি। তিনি বলিলেন, তোমার সন্তানের জন্য কি রাখিতে চাও? আমি বলিলাম, তাহারা বহু সম্পদের অধিকারী। তিনি বলিলেন, তথাপি তুমি দশ ভাগের এক ভাগ ওছিয়ত কর। সা'দ বলেন, আমি বরাবর তাহাকে ইহা কম, ইহা কম বলিতে রহিলাম । অবশেষে তিনি বলিলেন, তবে তিন ভাগের এক ভাগ ওছিয়ত কর, আর তিন ভাগের এক ভাগও বেশী। —তিরমিযী
كتاب الفرائض والوصايا
الْفَصْل الثَّانِي
عَن سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ قَالَ: عَادَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا مَرِيضٌ فَقَالَ: «أَوْصَيْتَ؟» قُلْتُ: نَعَمْ قَالَ: «بِكَمْ؟» قُلْتُ: بِمَالِي كُلِّهِ فِي سَبِيلِ اللَّهِ. قَالَ: «فَمَا تَرَكْتَ لِوَلَدِكَ؟» قُلْتُ: هُمْ أَغْنِيَاءُ بِخَيْرٍ. فَقَالَ: «أوص بالعشر» فَمَا زَالَت أُنَاقِصُهُ حَتَّى قَالَ: «أَوْصِ بِالثُّلُثِ وَالثُّلُثُ كَثِيرٌ» . رَوَاهُ التِّرْمِذِيّ
tahqiq

তাহকীক: