মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৩১৩৩
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
২. দ্বিতীয় অনুচ্ছেদ - বিয়ের ওয়ালী (অভিভাবক) এবং নারীর অনুমতি গ্রহণ প্রসঙ্গে
৩১৩৩। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ ইয়াতীম বালেগাকে তাহার বিবাহ সম্পর্কে জিজ্ঞাসা করা উচিত। যদি সে খামুশ থাকে ইহা তাহার অনুমতি হইবে। আর যদি সে অস্বীকার করে, তবে তাহার প্রতি অবিচার চলিবে না। —তিরমিযী, আবু দাউদ ও নাসায়ী।
كتاب النكاح
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْيَتِيمَةُ تُسْتَأْمَرُ فِي نَفْسِهَا فَإِنْ صَمَتَتْ فَهُوَ إِذْنُهَا وَإِنْ أَبَتْ فَلَا جَوَازَ عَلَيْهَا» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَالنَّسَائِيّ
হাদীস নং: ৩১৩৪
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
২. দ্বিতীয় অনুচ্ছেদ - বিয়ের ওয়ালী (অভিভাবক) এবং নারীর অনুমতি গ্রহণ প্রসঙ্গে
৩১৩৪। ইমাম দারিমী (রহঃ) আবু মুসা আল আশ্’আরী (রাঃ) হতে বর্ণনা করেছেন।
كتاب النكاح
وَرَوَاهُ الدَّارمِيّ عَن أبي مُوسَى
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩১৩৫
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
২. দ্বিতীয় অনুচ্ছেদ - বিয়ের ওয়ালী (অভিভাবক) এবং নারীর অনুমতি গ্রহণ প্রসঙ্গে
৩১৩৫। হযরত জাবের (রাঃ) হইতে বর্ণিত আছে, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ যে ক্রীতদাস তাহার মালিকের অনুমতি ছাড়া বিবাহ করিয়াছে সে আসলে ব্যভিচারী। — তিরমিযী, আবু দাউদ ও দারেমী
كتاب النكاح
وَعَنْ جَابِرٌ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَيُّمَا عَبْدٍ تَزَوَّجَ بِغَيْرِ إِذْنِ سَيِّدِهِ فَهُوَ عَاهِرٌ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ والدرامي
হাদীস নং: ৩১৩৬
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
২. তৃতীয় অনুচ্ছেদ - বিয়ের ওয়ালী (অভিভাবক) এবং নারীর অনুমতি গ্রহণ প্রসঙ্গে
৩১৩৬। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, এক বালেগা কুমারী মেয়ে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট আসিয়া জানাইল, তাহার বাপ তাহার অমতে তাহাকে বিবাহ দিয়াছে। তখন নবী করীম (ﷺ) তাহাকে এ স্বামীর সাথে থাকা না-থাকার অধিকার দিলেন। –আবু দাউদ
كتاب النكاح
الْفَصْل الثَّالِث
عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: إِنَّ جَارِيَةً بِكْرًا أَتَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذكرت أَن أَبَاهَا زَوجهَا وَهِي كَارِهًا فَخَيَّرَهَا النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. رَوَاهُ أَبُو دَاوُدَ