মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
হাদীস নং: ৩১৩৭
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
২. তৃতীয় অনুচ্ছেদ - বিয়ের ওয়ালী (অভিভাবক) এবং নারীর অনুমতি গ্রহণ প্রসঙ্গে
৩১৩৭। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ কোন নারী কোন নারীকে বিবাহ দিতে পারে না এবং নিজকেও বিবাহ দিতে পারে না। ব্যভিচারিণী সেই নারী যে নিজেকে বিবাহ দিয়াছে। — ইবনে মাজাহ্
كتاب النكاح
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عَلَيْهِ وَسلم: «لَا تزوج الْمَرْأَة الْمَرْأَةَ وَلَا تُزَوِّجُ الْمَرْأَةُ نَفْسَهَا فَإِنَّ الزَّانِيَةَ هِيَ الَّتِي تُزَوِّجُ نَفْسَهَا» . رَوَاهُ ابْنُ مَاجَهْ
তাহকীক:
হাদীস নং: ৩১৩৮
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
২. তৃতীয় অনুচ্ছেদ - বিয়ের ওয়ালী (অভিভাবক) এবং নারীর অনুমতি গ্রহণ প্রসঙ্গে
৩১৩৮। হযরত আবু সায়ীদ খুদরী ও ইবনে আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেন যাহার কোন সন্তান জন্মগ্রহণ করিয়াছে, সে যেন তাহার উত্তম নাম রাখে এবং তাহাকে উত্তম আদব-কায়েদা শিক্ষা দেয়। আর যখন সে বালেগা হইবে তাহার বিবাহ দেয়। যদি সে বালেগা হয় আর তাহার বিবাহ না দেয় এবং সে কোন গোনাহর কাজ করিয়া বসে, তখন গোনাহ্ হইবে বাপের।
كتاب النكاح
وَعَنْ أَبِي سَعِيدٍ وَابْنِ عَبَّاسٍ قَالَا: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «من وُلِدَ لَهُ وَلَدٌ فَلْيُحْسِنِ اسْمَهُ وَأَدَبَهُ فَإِذَا بَلَغَ فَلْيُزَوِّجْهُ فَإِنْ بَلَغَ وَلَمْ يُزَوِّجْهُ فَأَصَابَ إِثْمًا فَإِنَّمَا إثمه على أَبِيه»
তাহকীক:
হাদীস নং: ৩১৩৯
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
২. তৃতীয় অনুচ্ছেদ - বিয়ের ওয়ালী (অভিভাবক) এবং নারীর অনুমতি গ্রহণ প্রসঙ্গে
৩১৩৯। হযরত ওমর ইবনুল খাত্তাব ও আনাস ইবনে মালেক (রাঃ) রাসূলুল্লাহ্ (ﷺ) হইতে বর্ণনা করিয়াছেন যে, তিনি বলিয়াছেনঃ (আসল) তাওরাত কিতাবে লেখা আছে— যাহার মেয়ে বার বৎসরে উপনীত হইয়াছে, আর সে তাহার বিবাহ দেয় নাই, ফলে সে কোন অপরাধ করিয়াছে তাহার গোনাহ্ বাপের। — উল্লিখিত হাদীস দুইটি বায়হাকী শোআবুল ঈমানে রেওয়ায়ত করিয়াছেন।
كتاب النكاح
وَعَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ وَأَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: فِي التَّوْرَاةِ مَكْتُوبٌ: مَنْ بَلَغَتِ ابْنَتُهُ اثْنَتَيْ عَشْرَةَ سَنَةً وَلَمْ يُزَوِّجْهَا فَأَصَابَتْ إِثْمًا فَإِثْمُ ذَلِكَ عَلَيْهِ «. رَوَاهُمَا الْبَيْهَقِيُّ فِي» شُعَبِ الْإِيمَانِ
তাহকীক:
হাদীস নং: ৩১৪০
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
৩. প্রথম অনুচ্ছেদ - বিয়ের প্রচার, প্রস্তাব ও শর্তাবলী প্রসঙ্গে
৩১৪০। রুবাইয়ো' বিনতে মুআব্বেয ইবনে আফ্রা (রাঃ) বলেন, যখন আমাকে আমার স্বামীর গৃহে পাঠান হইল, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আসিলেন এবং আমার বিছানার উপর বসিলেন, যেমন তুমি আমার নিকট বসিয়া আছ। এ সময় আমাদের বালিকারা দফ বাজাইতে লাগিল এবং বদর যুদ্ধে নিহত আমার বাপ-দাদাদের শোকগাথা গাহিতে লাগিল। এমন সময় বালিকাদের একজন বলিল, “এবং আমাদের মধ্যে রহিয়াছেন এমন নবী, যিনি আগামীকালের খবর জানেন।" ইহা শুনিয়া তিনি বলিলেন, ইহা ছাড় এবং পূর্বে যাহা বলিতেছিলে তাহাই বল। — বোখারী
كتاب النكاح
بَابُ إِعْلَانِ النِّكَاحِ وَالْخِطْبَةِ وَالشَّرْطِ: الْفَصْل الأول
عَن الرّبيع بنت معوذ بن عَفْرَاءَ قَالَتْ: جَاءَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَدَخَلَ حِينَ بُنِيَ عَلَيَّ فَجَلَسَ عَلَى فِرَاشِي كمجلسك مني فَجعلت جويرات لَنَا يَضْرِبْنَ بِالدُّفِّ وَيَنْدُبْنَ مَنْ قُتِلَ مِنْ آبَائِي يَوْمَ بَدْرٍ إِذْ قَالَتْ إِحْدَاهُنَّ: وَفِينَا نَبِيٌّ يَعْلَمُ مَا فِي غَدٍ فَقَالَ: «دَعِي هَذِهِ وَقُولِي بِالَّذِي كُنْتِ تَقُولِينَ» . رَوَاهُ الْبُخَارِيُّ
তাহকীক: