মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৩১৮৯
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
৫. প্রথম অনুচ্ছেদ - (স্বামী-স্ত্রীর) সহবাস
৩১৮৯। হযরত জুদামা বিনতে ওয়াহব (রাঃ) বলেন, একদা আমি আরও কতক "লোক সহকারে রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাযির হইলাম, তখন তিনি বলিতেছিলেন : আমি 'গীলা' নিষেধ করিতে ইচ্ছা করিয়াছিলাম, কিন্তু আমি রোমান ও ইরানীদের দিকে দেখিলাম। দেখি তাহারা 'গীলা' করে; অথচ ইহা তাহাদের সন্তানদের কোন ক্ষতি করে না। অতঃপর লোকেরা তাঁহাকে 'আযল' সম্পর্কে জিজ্ঞাসা করিল। তখন রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, ইহা হইল জীবন্ত কন্যা পুঁতিয়া দেওয়া; তবে প্রচ্ছন্নভাবে। ইহা আল্লাহর এই কালামের অন্তর্গত—“যখন জীবন্ত পোঁতা কন্যাকে জিজ্ঞাসা করা হইবে।” —মুসলিম
كتاب النكاح
وَعَن جذامة بِنْتِ وَهْبٍ قَالَتْ: حَضَرْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي أُنَاسٍ وَهُوَ يَقُولُ: «لقد هَمَمْت أَن أَنْهَى عَنِ الْغِيلَةِ فَنَظَرْتُ فِي الرُّومِ وَفَارِسَ فَإِذَا هُمْ يُغِيلُونَ أَوْلَادَهُمْ فَلَا يَضُرُّ أَوْلَادَهُمْ ذَلِكَ شَيْئًا» . ثُمَّ سَأَلُوهُ عَنِ الْعَزْلِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ذَلِكَ الوأد الْخَفي وَهِي (وَإِذا الموؤودة سُئِلت)

رَوَاهُ مُسلم
হাদীস নং: ৩১৯০
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
৫. প্রথম অনুচ্ছেদ - (স্বামী-স্ত্রীর) সহবাস
৩১৯০। হযরত আবু সায়ীদ খুদরী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ কিয়ামতের দিন আল্লাহর নিকট সর্বাপেক্ষা বড় আমানত, অপর বর্ণনায় রহিয়াছে—কিয়ামতের দিন আল্লাহ্র নিকট সর্বাপেক্ষা মন্দ ব্যক্তি সে-ই, যে নিজের স্ত্রীর নিকট যায় এবং স্ত্রী তাহার নিকট আসে; আর সে এই গুপ্ত কথা মানুষের নিকট প্রকাশ করিয়া দেয়। —মুসলিম
كتاب النكاح
وَعَنْ أَبِي سَعِيدٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

إِنَّ أَعْظَمَ الْأَمَانَةِ عِنْدَ اللَّهِ يَوْمَ الْقِيَامَةِ وَفِي رِوَايَةٍ: إِنَّ مِنْ أَشَرِّ النَّاسِ عِنْدَ اللَّهِ مَنْزِلَةً يَوْمَ الْقِيَامَةِ الرَّجُلُ يُفْضِي إِلَى امْرَأَتِهِ وَتُفْضِي إِلَيْهِ ثمَّ ينشر سرها . رَوَاهُ مُسلم
হাদীস নং: ৩১৯১
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - (স্বামী-স্ত্রীর) সহবাস
৩১৯১। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর প্রতি ওহী অবতীর্ণ হইল, “তোমাদের স্ত্রীগণ তোমাদের খেতস্বরূপ, সুতরাং তোমরা তোমাদের খেতে প্রবেশ করিতে পার যেভাবে চাহ” – সম্মুখের দিক হইতে বা পশ্চাৎদিক হইতে, তবে বাঁচিয়া থাকিবে গুহ্যদ্বার ও হায়য অবস্থা হইতে। —তিরমিযী
كتاب النكاح
الْفَصْل الثَّانِي
عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: أُوحِيَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (نساوكم حرث لكم فَأتوا حَرْثكُمْ)

الْآيَةَ: «أَقْبِلْ وَأَدْبِرْ وَاتَّقِ الدُّبُرَ وَالْحَيْضَةَ» . رَوَاهُ التِّرْمِذِيّ وَابْن مَاجَه
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩১৯২
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - (স্বামী-স্ত্রীর) সহবাস
৩১৯২। হযরত খুযাইমা ইবনে সাবেত (রাঃ) বলেন, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ আল্লাহ্ সত্য কথা বলিতে লজ্জা করেন না, তোমরা তোমাদের স্ত্রীদের গুহ্যদ্বারে সহবাস করিও না। – আহ্মদ, তিরমিযী, ইবনে মাজাহ্ ও দারেমী
كتاب النكاح
وَعَنْ خُزَيْمَةَ بْنِ ثَابِتٍ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ اللَّهَ لَا يستحيي مِنَ الْحَقِّ لَا تَأْتُوا النِّسَاءَ فِي أَدْبَارِهِنَّ» . رَوَاهُ أَحْمد وَالتِّرْمِذِيّ وَابْن مَاجَه. والدارمي
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩১৯৩
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - (স্বামী-স্ত্রীর) সহবাস
৩১৯৩। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ সে অভিশপ্ত যে আপন স্ত্রীর মলদ্বারে সহবাস করে। – আহমদ ও আবু দাউদ
كتاب النكاح
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَلْعُونٌ مَنْ أَتَى امْرَأَتَهُ فِي دُبُرِهَا» . رَوَاهُ أَحْمَدُ وَأَبُو دَاوُدَ
tahqiq

তাহকীক: