মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ৩১৯৮
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
৬. প্রথম অনুচ্ছেদ - (গোলামদের স্বাধীনতা প্রদান)
৩১৯৮। তাবেয়ী হযরত ওরওয়া বিবি আয়েশা (রাঃ) হইতে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারীরা সম্পর্কে তাহাকে বলিলেন : তুমি তাহাকে খরিদ কর এবং আযাদ করিয়া দাও। (ওরওয়া বলেন,) তখন তাহার স্বামী ক্রীতদাস ছিল। সুতরাং রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে (স্বামী ত্যাগ করা না করার) অধিকার দিলেন ; আর সেমতে সে তাহার স্বামী হইতে নিজকে মুক্ত করিল। যদি তাহার স্বামী স্বাধীন হইত, তাহাকে এ অধিকার দিতেন না। -মোত্তাঃ -
كتاب النكاح
بَابٌ [خِيَارُ الْمَمْلُوْكِيْنَ] الْفَصْل الأول
عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهَا فِي بَرِيرَةَ: «خُذِيهَا فَأَعْتِقِيهَا» . وَكَانَ زَوْجُهَا عَبْدًا فَخَيَّرَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاخْتَارَتْ نَفسهَا وَلَو كَانَ حرا لم يخيرها
তাহকীক:
হাদীস নং: ৩১৯৯
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
৬. প্রথম অনুচ্ছেদ - (গোলামদের স্বাধীনতা প্রদান)
৩১৯৯। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, বারীরার স্বামী মুগীস নামীয় এক হাবশী ক্রীতদাস ছিল। আমি যেন দেখিতেছি, সে বারীরার পিছনে পিছনে মদীনার গলিতে গলিতে কাঁদিয়া ফিরিতেছে; আর তাহার অশ্রু গড়াইয়া তাহার দাড়ি বাহিয়া পড়িতেছে। ইহা দেখিয়া নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পিতা হযরত আব্বাসকে বলিলেন, (চাচা) আপনি কি আশ্চর্যবোধ করিতেছেন— বারীরার প্রতি মুগীসের প্রেম ও মুগীসের প্রতি বারীরার বিতৃষ্ণায় ? এ সময় নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারীরাকে বলিলেন, তুমি যদি তাহার কাছে ফিরিয়া যাইতে (ভাল হইত)। তখন সে বলিল, ইয়া রাসূলাল্লাহ্। আপনি কি আমাকে ইহার নির্দেশ দিতেছেন? হুযূর (ছাঃ) বলিলেন, না, আমি সুপারিশ করিতেছি। তখন বারীরা বলিল, তবে আমার তাহাতে কোন আবশ্যক নাই। — বোখারী
كتاب النكاح
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: كَانَ زَوْجُ بَرِيرَةَ عبدا أسود يُقَالُ لَهُ مُغِيثٌ كَأَنِّي أَنْظُرُ إِلَيْهِ يَطُوفُ خلفهَا فِي سِكَك الْمَدِينَة يبكي وَدُمُوعُهُ تَسِيلُ عَلَى لِحْيَتِهِ فَقَالَ النَّبِيُّ صَلَىَ اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِلْعَبَّاسِ: «يَا عَبَّاسُ أَلَا تَعْجَبُ مِنْ حُبِّ مُغِيثٍ بَرِيرَةَ؟ وَمِنْ بُغْضٍ بَرِيرَة مغيثاً؟» فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ راجعته» فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ تَأْمُرُنِي؟ قَالَ: «إِنَّمَا أَشْفَعُ» قَالَتْ: لَا حَاجَةَ لِي فِيهِ. رَوَاهُ البُخَارِيّ
তাহকীক: