মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৫ টি
হাদীস নং: ৩২৭৬
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
১১. প্রথম অনুচ্ছেদ - খুল্‘ই (খুলা‘ তালাক) ও তালাক প্রসঙ্গে
৩২৭৬। বিবি আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদিগকে (তাঁহার নিকট না থাকার) এখতিয়ার দিয়াছিলেন আর আমরা আল্লাহ্ ও তাঁহার রাসূলকেই (অর্থাৎ, তাহাকেই) এখতিয়ার করিয়াছিলাম। ইহা তিনি আমাদের জন্য কিছুই গণ্য করিলেন না। — মোত্তাঃ
كتاب النكاح
وَعَنْ عَائِشَةَ قَالَتْ: خَيَّرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاخْتَرْنَا اللَّهَ وَرَسُولَهُ فَلَمْ يَعُدَّ ذَلِكَ عَلَيْنَا شَيْئًا
তাহকীক:
হাদীস নং: ৩২৭৭
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
১১. প্রথম অনুচ্ছেদ - খুল্‘ই (খুলা‘ তালাক) ও তালাক প্রসঙ্গে
৩২৭৭। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, (হালালকে নিজের জন্য) হারাম করিলে উহাতে কাফফারা দেওয়া লাগিবে। রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এ বিষয়ে তোমাদের জন্য উত্তম আদর্শ রহিয়াছে। —মোত্তাঃ
كتاب النكاح
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: فِي الْحَرَامِ يُكَفَّرُ لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ الله أُسْوَة حَسَنَة
তাহকীক:
হাদীস নং: ৩২৭৮
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
১১. প্রথম অনুচ্ছেদ - খুল্‘ই (খুলা‘ তালাক) ও তালাক প্রসঙ্গে
৩২৭৮। বিবি আয়েশা (রাঃ) হইতে বর্ণিত আছে, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি যয়নাব বিনতে জাহশের নিকট কিছু অধিক অপেক্ষা করিতেন। আর (ইহা আমাদের সহ্য হইত না।) একদিন তিনি তাঁহার নিকট কিছু মধু পান করিলেন। খবর পাইয়া আমি ও হাফসা এই পরামর্শ করিলাম, আমাদের মধ্যে যাহার নিকটই নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হন না কেন—সে যেন বলে, আমি আপনার মুখে কিকর ফলের গন্ধ পাইতেছি, আপনি কি কিকর খাইয়াছেন? রাবী বলেন, অতঃপর হুযূর (ছাঃ) একজনের নিকট উপস্থিত হইলেন আর তিনি তাহা বলিলেন। হুযূর (ছাঃ) বলিলেন : যাক, আমি যয়নাব বিনতে জাহশের নিকট মধু খাইয়াছিলাম। আমি শপথ করিলাম, আর কখনও খাইব না। কিন্তু তুমি কাহাকেও বলিও না (তাহাতে যয়নাবের মনে কষ্ট হইবে)। রাবী বলেন, হুযূর (ছাঃ) অন্য বিবিদের সন্তুষ্টি বিধান উদ্দেশ্যেই মধু না খাওয়ার শপথ করিলেন। এ সময় এই আয়াত নাযিল হইল : (يَا أَيُّهَا النَّبِيُّ لِمَ تُحَرِّمُ مَا أَحَلَّ الله لَك تبتغي مرضاة أَزوَاجك) “হে নবী! আপনি কেন বিবিদের সন্তোষের জন্য উহা হারাম করেন যাহা আল্লাহ্ আপনার জন্য হালাল করিয়াছেন” শেষ পর্যন্ত ?
كتاب النكاح
وَعَنْ عَائِشَةَ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَمْكُثُ عِنْدَ زَيْنَبَ بِنْتِ جَحْشٍ وَشَرِبَ عِنْدَهَا عَسَلًا فَتَوَاصَيْتُ أَنَا وَحَفْصَةُ أَنَّ أَيَّتَنَا دَخَلَ عَلَيْهَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلْتَقُلْ: إِنِّي أَجِدُ مِنْكَ رِيحَ مَغَافِيرَ أَكَلْتَ مَغَافِيرَ؟ فَدَخَلَ عَلَى إِحْدَاهُمَا فَقَالَتْ لَهُ ذَلِكَ فَقَالَ: «لَا بَأْسَ شَرِبْتُ عَسَلًا عِنْدَ زَيْنَبَ بِنْتِ جَحْشٍ فَلَنْ أَعُودَ لَهُ وَقَدْ حَلَفْتُ لَا تُخْبِرِي بِذَلِكِ أَحَدًا» يَبْتَغِي مرضاة أَزوَاجه فَنَزَلَتْ: (يَا أَيُّهَا النَّبِيُّ لِمَ تُحَرِّمُ مَا أَحَلَّ الله لَك تبتغي مرضاة أَزوَاجك)
الْآيَة
الْآيَة
তাহকীক:
হাদীস নং: ৩২৭৯
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
১১. দ্বিতীয় অনুচ্ছেদ - খুল্‘ই (খুলা‘ তালাক) ও তালাক প্রসঙ্গে
৩২৭৯। হযরত সওবান (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে নারী কষ্ট ব্যতীত আপন স্বামীর নিকট তালাক চাহে, তাহার পক্ষে বেহেশতের গন্ধও হারাম। —আহমদ, তিরমিযী, আবু দাউদ, ইবনে মাজাহ্ ও দারেমী
كتاب النكاح
الْفَصْل الثَّانِي
عَنْ ثَوْبَانَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَيُّمَا امْرَأَةٍ سَأَلَتْ زَوْجَهَا طَلَاقًا فِي غَيْرِ مَا بَأْسٍ فَحَرَامٌ عَلَيْهَا رَائِحَةُ الْجَنَّةِ» . رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَابْنُ مَاجَهْ والدارمي
তাহকীক:
হাদীস নং: ৩২৮০
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
১১. দ্বিতীয় অনুচ্ছেদ - খুল্‘ই (খুলা‘ তালাক) ও তালাক প্রসঙ্গে
৩২৮০। হযরত ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত আছে, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ আল্লাহর নিকট সর্বাপেক্ষা ঘৃণিত হালাল হইল তালাক। —আবু দাউদ
كتاب النكاح
وَعَنِ ابْنِ عُمَرَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَبْغَضُ الْحَلَالِ إِلَى اللَّهِ الطلاقُ» . رَوَاهُ أَبُو دَاوُد
তাহকীক: