মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

১৫- গোলাম আযাদ করা সম্পর্কিত - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৩৩৮২
- গোলাম আযাদ করা সম্পর্কিত
দাস মুক্ত করা পর্বঃ
প্রথম অনুচ্ছেদ
৩৩৮২। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ যে ব্যক্তি কোন মুসলমান দাসকে দাসত্ব হইতে মুক্ত করিবে, (আযাদকৃত দাসের) প্রত্যেকটি অঙ্গের বিনিময়ে আল্লাহ্ তাহার (মুক্তিদানকারীর) প্রত্যেক অঙ্গকে দোযখের আগুন হইতে মুক্তি দান করিবেন। এমন কি, ঐ ব্যক্তির (ক্রীতদাসের) লজ্জাস্থানের বিনিময়ে এই ব্যক্তির (মুক্তিদানকারীর) লজ্জাস্থানও আগুন হইতে মুক্তি পাইবে। -মোত্তাঃ
كتاب العتق
كتاب الْعتْق: الْفَصْل الأول
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَعْتَقَ رَقَبَةً مُسْلِمَةً أَعْتَقَ اللَّهُ بِكُلِّ عُضْوٍ مِنْهُ عُضْوًا مِنَ النَّارِ حَتَّى فَرْجَهُ بِفَرْجِهِ»