মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

১৬- শপথ ও মান্নতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৩৪০৬
- শপথ ও মান্নতের অধ্যায়
অধ্যায়ঃ শপথ ও মান্নত
প্রথম অনুচ্ছেদ
৩৪০৬। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ (সময়) 'মুকাল্লিবুল কুলুবি' বাক্য দ্বারা শপথ করিতেন। অর্থ, অন্তর পরিবর্তন (নিয়ন্ত্রণ)-কারী প্রভুর নামেই শপথ। বুখারী
كتاب الأيمان والنذور
كتاب الْأيمَان وَالنُّذُور: الْفَصْل الأول
عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَكْثَرُ مَا كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يحلف: «لَا ومقلب الْقُلُوب» . رَوَاهُ البُخَارِيّ