মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

১৭- কিসাসের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৩৪৮৪
- কিসাসের অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ
৩৪৮৪। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি সামান্য কথার দ্বারাও কোন মু'মিনের হত্যার ব্যাপারে সহায়তা করিল, সে আল্লাহ্ তা'আলার সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করিবে যে, তাহার কপালের মধ্যে লিখা থাকিবে, أئس من رحمة الله অর্থঃ “আল্লাহর রহমত হইতে নিরাশ। ” —ইবনে মাজাহ্
كتاب القصاص
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَعَانَ عَلَى قَتْلِ مُؤْمِنٍ شَطْرَ كَلِمَةٍ لَقِيَ اللَّهَ مَكْتُوبٌ بينَ عينيهِ آيسٌ من رَحْمَة الله» . رَوَاهُ ابْن مَاجَه
হাদীস নং: ৩৪৮৫
- কিসাসের অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ
৩৪৮৫। হযরত ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেনঃ কেহ কাহাকেও যদি ধরিয়া রাখে এবং আরেক (তৃতীয়) ব্যক্তি সেই ধৃত লোকটিকে হত্যা করে, তবে শাস্তিস্বরূপ হত্যাকারীকে হত্যা করা হইবে এবং যেই লোকটি ধরিয়া রাখিয়াছিল তাহাকে কয়েদের শাস্তি দেওয়া হইবে। —দারা কুতনী
كتاب القصاص
وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا أَمْسَكَ الرَّجُلُ الرَّجُلَ وَقَتَلَهُ الْآخَرُ يُقْتَلُ الَّذِي قتَل ويُحبسُ الَّذِي أمْسَكَ» . رَوَاهُ الدَّارَقُطْنِيّ
হাদীস নং: ৩৪৮৬
- কিসাসের অধ্যায়
১. প্রথম অনুচ্ছেদ - দিয়াত (রক্তপণ)
৩৪৮৬। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ ইহা আর উহা সমান। অর্থাৎ, কনিষ্ঠা এবং বৃদ্ধাঙ্গুলী সমান। -বুখারী
كتاب القصاص
بَابُ الدِّيَاتِك: الْفَصْل الأول
عَنِ ابْنِ عَبَّاسٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «هَذِهِ وَهَذِهِ سَوَاءٌ» يَعْنِي الخِنصرُ والإبهامَ. رَوَاهُ البُخَارِيّ