মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

১৭- কিসাসের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৩৪৮৭
- কিসাসের অধ্যায়
১. প্রথম অনুচ্ছেদ - দিয়াত (রক্তপণ)
৩৪৮৭। হযরত আবু হুরায়রা (রাঃ) বর্ণনা করিয়াছেন, একদা রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনী লেহইয়ান গোত্রের জনৈকা মহিলার গর্ভস্থ ভ্রুণ হত্যা করার ব্যাপারে ফয়সালা দিয়াছেন যে, হত্যাকারীর একটি ক্রীতদাস বা ক্রীতদাসী (দিয়তস্বরূপ) দিতে হইবে। কিন্তু যেই মহিলাটির প্রতি দাস বা দাসী আদায় করার ফয়সালা দিয়াছিলেন, সে তাহা আদায়ের পূর্বে মারা গেল। তখন রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিলেন যে, তাহার মীরাস তাহার সন্তান এবং স্বামী পাইবে আর দিয়ত তাহার আসাবাদিগকে আদায় করিতে হইবে। — মোত্তাঃ
كتاب القصاص
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي جَنِينِ امْرَأَةٍ مَنْ بَنِي لِحْيَانَ سَقَطَ مَيِّتًا بِغُرَّةِ: عَبْدٍ أَوْ أَمَةٍ ثُمَّ إِنَّ الْمَرْأَةَ الَّتِي قُضِيَ عَلَيْهَا بِالْغُرَّةِ تُوُفِّيَتْ فَقَضَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِأَنْ مِيرَاثَهَا لبنيها وَزوجهَا الْعقل على عصبتها
হাদীস নং: ৩৪৮৮
- কিসাসের অধ্যায়
১. প্রথম অনুচ্ছেদ - দিয়াত (রক্তপণ)
৩৪৮৮। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, হুযায়ল গোত্রের দুইজন মহিলা পরস্পর লড়াই করিল এবং তাহাদের একজন অপরজনকে পাথর দ্বারা আঘাত করিল, ইহার ফলে সে ও তাহার গর্ভস্থিত ভ্রূণের সন্তান নিহত হইল। তখন রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায় প্রদান করিলেন যে, গর্ভস্থিত ভ্রূণের দিয়ত হইল একজন ক্রীতদাস অথবা ক্রীতদাসী এবং নিহত মহিলার দিয়ত হত্যাকারিণী মহিলার আসাবা (পর্যায়ক্রমে নিকটতম আত্মীয়)গণকে আদায় করিতে হইবে। আর হত্যাকারিণী মহিলার মৃত্যুর পর তাহার সন্তান এবং তাহাদের সাথে যেসকল উত্তরাধিকারী রহিয়াছে তাহারা মীরাসের মালিক হইবে। —মোত্তাঃ
كتاب القصاص
وَعَنْهُ قَالَ: اقْتَتَلَتِ امْرَأَتَانِ مِنْ هُذَيْلٍ فَرَمَتْ إِحْدَاهُمَا الْأُخْرَى بِحَجَرٍ فَقَتَلَتْهَا وَمَا فِي بَطْنِهَا فَقَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ دِيَةَ جَنِينِهَا غُرَّةٌ: عَبْدٌ أَوْ وَلِيدَةٌ وَقَضَى بِدِيَةِ الْمَرْأَةِ عَلَى عَاقِلَتِهَا وورَّثَها ولدَها وَمن مَعَهم
হাদীস নং: ৩৪৮৯
- কিসাসের অধ্যায়
১. প্রথম অনুচ্ছেদ - দিয়াত (রক্তপণ)
৩৪৮৯। হযরত মুগীরা ইবনে শো'বা (রাঃ) হইতে বর্ণিত, একদা দুই সতীন পাথর অথবা তাঁবুর খুঁটি দ্বারা পরস্পর মারামারি করিল, ফলে এক মহিলার গর্ভস্থিত ভ্রূণপাত হইয়া গেল। রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ভস্থ ভ্রূণের বদলে একটি 'গোররা' (অর্থাৎ, একটি) দাস বা দাসী দেওয়ার ফয়সালা প্রদান করিলেন। আর ইহা হত্যাকারিণী মহিলাটির আসাবা (আত্মীয়)-দের উপরই জারি করিলেন। ইহা হইল তিরমিযীর রেওয়ায়ত। আর মুসলিমের রেওয়ায়তে আছে—মুগীরা (রাঃ) বলিয়াছেনঃ একদা এক মহিলা তাহার সতীনকে তাঁবুর খুঁটি দ্বারা আঘাত করিল। আক্রান্ত মহিলাটি ছিল গর্ভবর্তী এবং আক্রমণকারিণী তাহাকে মারিয়াই ফেলিল। মুগীরা (রাঃ) বলেন, তাহাদের একজন ছিল লেহ্ইয়ান গোত্রের নারী। বর্ণনাকারী বলেন, ইহার রক্তপণ হিসাবে হুযূর (ছাঃ) হত্যাকারিণীর আত্মীয়দের উপর নিহত মহিলাটির দিয়ত এবং তাহার পেটের ভিতরে যাহা (সন্তান) ছিল উহার বদলে একটি গোররা (দাস বা দাসী) প্রদান করার হুকুম জারি করিলেন।
كتاب القصاص
وَعَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ: أَنَّ امْرَأَتَيْنِ كَانَتَا ضَرَّتَيْنِ فَرَمَتْ إِحْدَاهُمَا الْأُخْرَى بِحَجَرٍ أَوْ عَمُودِ فُسْطَاطٍ فَأَلْقَتْ جَنِينَهَا فَقَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الجَنينِ غُرَّةً: عبْداً أَوْ أَمَةٌ وَجَعَلَهُ عَلَى عَصَبَةِ الْمَرْأَةِ هَذِهِ رِوَايَةُ التِّرْمِذِيِّ وَفِي رِوَايَةِ مُسْلِمٍ: قَالَ: ضَرَبَتِ امْرَأَةٌ ضَرَّتَهَا بِعَمُودِ فُسْطَاطٍ وَهِيَ حُبْلَى فَقَتَلَتْهَا قَالَ: وَإِحْدَاهُمَا لِحْيَانَيَّةٌ قَالَ: فَجَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دِيَة الْمَقْتُول عَلَى عَصَبَةِ الْقَاتِلَةِ وَغُرَّةً لِمَا فِي بَطْنِهَا
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৪৯০
- কিসাসের অধ্যায়
১. দ্বিতীয় অনুচ্ছেদ - দিয়াত (রক্তপণ)
৩৪৯০। হযরত আব্দুল্লাহ্ ইবনে আমর (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ সাবধান! ভুলবশতঃ হত্যা যাহা এক প্রকার স্বেচ্ছায় হত্যার সাদৃশ্য অর্থাৎ, চাবুক কিংবা লাঠির দ্বারা হত্যা করা হয়। উহার দিয়ত একশত উট। তন্মধ্যে চল্লিশটি হইতে হইবে গর্ভবতী। —নাসায়ী, ইবনে মাজাহ্ ও দারেমী।
كتاب القصاص
الْفَصْل الثَّانِي
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: أَلَا إِنَّ دِيَةَ الْخَطَأِ شِبْهِ الْعَمْدِ مَا كَانَ بِالسَّوْطِ وَالْعَصَا مِائَةٌ مِنَ الإِبلِ: مِنْهَا أربعونَ فِي بطونِها أولادُها . رَوَاهُ النسائيُّ وَابْن مَاجَه والدارمي