মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

১৯- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৩৭৩২
- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
২. প্রথম অনুচ্ছেদ - প্রশাসনিক কর্মস্থলে কাজ করা এবং তা গ্রহণের দায়িত্বে ভয় করা
৩৭৩২। হযরত আব্দুল্লাহ্ ইবনে আমর ও আবু হুরায়রা (রাঃ) তাঁহারা উভয়ে বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন : যদি কোন বিচারক (ইজতেহাদপূর্ণ) প্রচেষ্টা দ্বারা সঠিক সিদ্ধান্তে উপনীত হয়, তাহার জন্য দ্বিগুণ পুরস্কার রহিয়াছে। পক্ষান্তরে কোন বিচারক ইজতেহাদের পরও ভুল সিদ্ধান্তে পৌঁছিলে তাহার জন্য একটি পুরস্কার রহিয়াছে। — মোত্তাঃ
كتاب الإمارة والقضاء
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَأَبِي هُرَيْرَةَ قَالَا: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا حَكَمَ الْحَاكِمُ فَاجْتَهَدَ فَأَصَابَ فَلَهُ أَجْرَانِ وَإِذَا حَكَمَ فَاجْتَهَدَ فَأَخْطَأَ فلهُ أجرٌ واحدٌ»
হাদীস নং: ৩৭৩৩
- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
২. দ্বিতীয় অনুচ্ছেদ - প্রশাসনিক কর্মস্থলে কাজ করা এবং তা গ্রহণের দায়িত্বে ভয় করা
৩৭৩৩। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসুলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তিকে মানুষের মধ্যে কাযী (বিচারক) হিসাবে নিয়োগ করা হইল, তাহাকে যেন ছুরি ছাড়াই যবাহ্ করা হইল। —আহমদ, তিরমিযী, আবু দাউদ ও ইবনে মাজাহ্
كتاب الإمارة والقضاء
الْفَصْل الثَّانِي
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مِنْ جُعِلَ قَاضِيًا بَيْنَ النَّاسِ فَقَدْ ذُبِحَ بِغَيْرِ سِكِّينٍ» . رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَابْنُ مَاجَهْ