মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

১৯- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৩৭৪৫
- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
৩. প্রথম অনুচ্ছেদ - বিচারকদের (সহকর্মীদের) বেতন ও হাদিয়া গ্রহণ করা
৩৭৪৫। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ আমি স্বীয় ইচ্ছায় তোমাদিগকে কিছু প্রদান করি না, আবার বঞ্চিতও করি না। (এইসব কিছুর প্রকৃত মালিক হইলেন মহান আল্লাহ্।) আমি শুধুমাত্র বণ্টনকারী। সুতরাং আমি যেইভাবে আদিষ্ট হইয়াছি ঠিক সেইভাবেই দান করি বা বন্টন করি। -বুখারী
كتاب الإمارة والقضاء
بَابُ رِزْقِ الْوُلَاةِ وَهَدَايَاهُمْ: الْفَصْل الأول
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا أُعْطِيكُمْ وَلَا أَمْنَعُكُمْ أَنَا قَاسِمٌ أَضَعُ حَيْثُ أُمِرْتُ» . رَوَاهُ البُخَارِيّ
হাদীস নং: ৩৭৪৬
- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
৩. প্রথম অনুচ্ছেদ - বিচারকদের (সহকর্মীদের) বেতন ও হাদিয়া গ্রহণ করা
৩৭৪৬। হযরত খাওলাতুল আনসারিয়া (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: কিছুসংখ্যক লোক আল্লাহর সম্পদে (বায়তুল মালের সম্পদ বা গনীমতের মাল ইত্যাদিতে) অন্যায়ভাবে তসরুপ করিয়া থাকে। এই ধরনের লোকদের জন্য কিয়ামতের দিন দোযখের শাস্তি নির্ধারিত রহিয়াছে। বুখারী
كتاب الإمارة والقضاء
وَعَن خَوْلةَ الْأَنْصَارِيَّةِ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ رِجَالًا يَتَخَوَّضُونَ فِي مَالِ اللَّهِ بِغَيْرِ حَقٍّ فَلَهُمُ النَّارُ يَوْمَ الْقِيَامَةِ» . رَوَاهُ البُخَارِيّ
হাদীস নং: ৩৭৪৭
- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
৩. প্রথম অনুচ্ছেদ - বিচারকদের (সহকর্মীদের) বেতন ও হাদিয়া গ্রহণ করা
৩৭৪৭। হযরত আয়েশা (রাঃ) বলেন, যখন হযরত আবু বকর (রাঃ)-কে খলীফা মনোনীত করা হইল, তখন তিনি বলিলেন, আমার গোত্রের লোকেরা ভালোভাবে জানে যে, আমার ব্যবসার আয় আমার পরিবার-পরিজনদের ভরণ-পোষণের প্রয়োজন মিটাইতে অক্ষম ছিল না। কিন্তু এখন আমি মুসলমানদের কাজে নিযুক্ত হইয়াছি (কাজেই নিজের বা পরিবারের জন্য এখন কোন কাজ করা সম্ভব নহে।) অতএব, আবু বকরের সন্তান-সন্ততি ও পরিবার-পরিজন এখন হইতে এই মাল (বায়তুল মালের সম্পদ) হইতে খাইতে থাকিবে। আর সে (অর্থাৎ, আবু বকর) মুসলমানদের জন্য কাজ করিবে। -বুখারী
كتاب الإمارة والقضاء
وَعَن عائشةَ قَالَتْ: لِمَّا اسْتُخْلِفَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: لَقَدْ عَلِمَ قَوْمِي أَنَّ حِرْفَتِي لم تكنْ تعجِزُ عَن مَؤونةِ أَهْلِي وَشُغِلْتُ بِأَمْرِ الْمُسْلِمِينَ فَسَيَأْكُلُ آلُ أَبِي بَكْرٍ مِنْ هَذَا الْمَالِ وَيَحْتَرِفُ لِلْمُسْلِمِينَ فِيهِ. رَوَاهُ البُخَارِيّ