মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

২২- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৪২৯২
- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - নাক্বী‘ ও নাবীয সম্পর্কীয় বর্ণনা
৪২৯২। হযরত আবু মালেক আশআরী (রাঃ) হইতে বর্ণিত যে, তিনি রাসূলুল্লাহ্ (ﷺ)কে বলিতে শুনিয়াছেন, নিশ্চয় আমার উম্মতের কিছু সংখ্যক লোক মদের নাম পরিবর্তন করিয়া উহা পান করিবে। –আবু দাউদ ও ইবনে মাজাহ্
كتاب الأطعمة
الْفَصْل الثَّانِي
عَن أبي مَالك الْأَشْعَرِيّ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَيَشْرَبَنَّ نَاسٌ مِنْ أُمَّتِي الْخَمْرَ يُسَمُّونَهَا بِغَيْرِ اسْمِهَا» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَابْنُ مَاجَهْ