মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ৪৭০৫
- আদাব - শিষ্টাচার অধ্যায়
৪. তৃতীয় অনুচ্ছেদ - দণ্ডায়মান হওয়া
৪৭০৫। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদের সাথে মসজিদে বসিয়া কথাবার্তা বলিতেন। আর যখন তিনি উঠিয়া যাইতেন তখন আমরা দাঁড়াইয়া থাকিতাম, যে পর্যন্ত না আমরা দেখিতে পাইতাম যে, তিনি তাঁহার বিবিদের কাহারও ঘরে প্রবেশ করিয়াছেন। —বায়হাকী
كتاب الآداب
الْفَصْل الثَّالِث
عَنْ
أَبِي هُرَيْرَةَ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَجْلِسُ مَعَنَا فِي الْمَسْجِدِ يُحَدِّثُنَا فَإِذَا قَامَ قُمْنَا قِيَامًا حَتَّى نَرَاهُ قد دخل بعض بيُوت أَزوَاجه
أَبِي هُرَيْرَةَ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَجْلِسُ مَعَنَا فِي الْمَسْجِدِ يُحَدِّثُنَا فَإِذَا قَامَ قُمْنَا قِيَامًا حَتَّى نَرَاهُ قد دخل بعض بيُوت أَزوَاجه
তাহকীক:
হাদীস নং: ৪৭০৬
- আদাব - শিষ্টাচার অধ্যায়
৪. তৃতীয় অনুচ্ছেদ - দণ্ডায়মান হওয়া
৪৭০৬। হযরত ওয়াসিলা ইবনে খাত্তাব (রাঃ) বলেন, একদা এক ব্যক্তি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট আসিল, এসময় তিনি মসজিদে বসা ছিলেন। তাহার আগমনে রাসূলুল্লাহ্ (ﷺ) বসার স্থান হইতে কিছুটা সরিয়া বসিলেন। তখন লোকটি বলিল, ইয়া রাসূলাল্লাহ্ ! (আমার বসার জন্য) জায়গা তো প্রশস্তই আছে, (তবুও আপনি নড়াচড়া করিয়া কষ্ট করিলেন কেন ?) তখন নবী (ﷺ) বলিলেনঃ ইহা মুসলমানের হক, যখন তাহাকে তাহার কোন মুসলমান ভাই দেখিবে তখন সে তাহার জন্য কিছুটা সরিয়া জায়গা দিবে। —বায়হাকী
كتاب الآداب
وَعَن
وَاثِلَة بن الخطابِ قَالَ: دَخَلَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ فِي الْمَسْجِدِ قَاعِدٌ فَتَزَحْزَحَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. فَقَالَ الرَّجُلُ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ فِي الْمَكَانِ سَعَةً. فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ لِلْمُسْلِمِ لَحَقًّا إِذَا رَآهُ أَخُوهُ أَنْ يَتَزَحْزَحَ لَهُ» . رَوَاهُمَا الْبَيْهَقِيُّ فِي «شعب الْإِيمَان»
وَاثِلَة بن الخطابِ قَالَ: دَخَلَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ فِي الْمَسْجِدِ قَاعِدٌ فَتَزَحْزَحَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. فَقَالَ الرَّجُلُ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ فِي الْمَكَانِ سَعَةً. فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ لِلْمُسْلِمِ لَحَقًّا إِذَا رَآهُ أَخُوهُ أَنْ يَتَزَحْزَحَ لَهُ» . رَوَاهُمَا الْبَيْهَقِيُّ فِي «شعب الْإِيمَان»
তাহকীক: