মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
২৮- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৫৩৭৯
- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
ফিতনা পর্ব:
প্রথম অনুচ্ছেদ
প্রথম অনুচ্ছেদ
৫৩৭৯। হযরত হোযাইফা (রাঃ) বলেন, একদা রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের মাঝে দাড়াইয়া ভাষণ দিলেন এবং তখন হইতে কিয়ামত পর্যন্ত যাহাকিছু ঘটিবে উহার সমস্ত কিছুই বর্ণনা করেন। তাঁহার সেই ভাষণটি যাহারা স্মরণে রাখিতে পারে তাহারা স্মরণে রাখিয়াছে, আর যাহারা ভুলিয়া যাওয়ার তাহারা ভুলিয়া গিয়াছে। নিশ্চয়ই আমার বন্ধুগণ (সাহাবায়ে কেরামগণ)-ও সেই বিষয় অবগত আছেন। অবশ্য যখন কোন ঘটনা সম্মুখে আসে, যাহার কথা আমি ভুলিয়া গিয়াছি, তখন রাসূলুল্লাহ্ (ছাঃ)-এর সেই দিনের ভাষণটি আমার স্মরণে পড়ে। যেমন— কোন ব্যক্তি কিছুদিন অনুপস্থিত থাকার পর সম্মুখে উপস্থিত হইলে তাহাকে দেখামাত্রই চিনা যায়—এই তো সেই অমুক ব্যক্তি। — মোত্তাঃ
كتاب الفتن
كتاب الْفِتَن: الْفَصْل الأول
عَن حُذَيْفَة قَالَ: قَامَ فِينَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَقَامًا مَا تَرَكَ شَيْئًا يَكُونُ فِي مقَامه إِلَى قِيَامِ السَّاعَةِ إِلَّا حَدَّثَ بِهِ حَفِظَهُ مَنْ حَفِظَهُ وَنَسِيَهُ مَنْ نَسِيَهُ قَدْ عَلِمَهُ أَصْحَابِي هَؤُلَاءِ وَإِنَّهُ لَيَكُونُ مِنْهُ الشَّيْءُ قَدْ نَسِيتُهُ فَأَرَاهُ فَأَذْكُرُهُ كَمَا يَذْكُرُ الرَّجُلُ وَجْهَ الرَّجُلِ إِذَا غَابَ عَنْهُ ثُمَّ إِذَا رَآهُ عرفه. مُتَّفق عَلَيْهِ

তাহকীক:
 হাদীসের ব্যাখ্যা
হাদীসের ব্যাখ্যা