মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ৫৫৪৭
- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
দ্বিতীয় অনুচ্ছেদ - হাশর
৫৫৪৭। হযরত ইবনে উমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি কিয়ামতের দৃশ্যটি এমনভাবে প্রত্যক্ষ করিতে পছন্দ করে যে, উহা তাহার চক্ষুর সামনে উপস্থিত, সে যেন إِذَا الشَّمْسُ كُوِّرَتْ اذَا السَّمَاءُ انْفَطَرَتْ এবং إِذا السَّماءُ انشقَّتْ এই সূরা কয়েকটি (মর্ম বুঝিয়া) পাঠ করে। – আহমদ ও তিরমিযী
كتاب أحوال القيامة وبدء الخلق
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ سَرَّهُ أَنْ يَنْظُرَ إِلَى يَوْمِ الْقِيَامَةِ كَأَنَّهُ رَأْيُ عَيْنٍ فليَقرأْ: (إِذا الشَّمسُ كُوِّرَتْ) و (إِذا السَّماءُ انفطرَتْ) و (إِذا السَّماءُ انشقَّتْ) رَوَاهُ أَحْمد وَالتِّرْمِذِيّ
اسنادہ حسن ، رواہ احمد (2 / 27 ح 4806) و الترمذی (3333) ۔
(حسن)
اسنادہ حسن ، رواہ احمد (2 / 27 ح 4806) و الترمذی (3333) ۔
(حسن)
তাহকীক:
হাদীস নং: ৫৫৪৯
- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
প্রথম অনুচ্ছেদ - হিসাব-নিকাশ, প্রতিশোধ গ্রহণ ও মীযানের বর্ণনা
৫৫৪৯। হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন : কিয়ামতের দিন যাহার হিসাব লওয়া হইবে, সে অবশ্যই ধ্বংস হইবে। (আয়েশা বলেন ;) আমি বলিলাম, আল্লাহ্ তা'আলা কি (খাঁটি মু'মেনদের সম্পর্কে) ইহা বলেন নাই— "অচিরেই তাহার নিকট হইতে সহজ হিসাব লওয়া হইবে।' উত্তরে তিনি বলিলেন; সেটা হইল শুধু পেশ করা মাত্র। কিন্তু যাহার হিসাব পুঙ্খানুপুঙ্খরূপে যাচাই করা হইবে, সে ধ্বংস হইবেই।-মোত্তাঃ
كتاب أحوال القيامة وبدء الخلق
بَاب الْحساب وَالْقصاص وَالْمِيزَان: الفصل الأول
عَنْ عَائِشَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَيْسَ أَحَدٌ يُحَاسَبُ يَوْمَ الْقِيَامَةِ إِلَّا هَلَكَ» . قلتُ: أوَ ليسَ يقولُ اللَّهُ: (فسوْفَ يُحاسبُ حسابا يَسِيرا) فَقَالَ: «إِنَّمَا ذَلِكَ الْعَرْضُ وَلَكِنْ مَنْ نُوقِشَ فِي الْحساب يهلكُ» . مُتَّفق عَلَيْهِ
তাহকীক: