মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
হাদীস নং: ৫৫৪৭
- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
দ্বিতীয় অনুচ্ছেদ - হাশর
৫৫৪৭। হযরত ইবনে উমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি কিয়ামতের দৃশ্যটি এমনভাবে প্রত্যক্ষ করিতে পছন্দ করে যে, উহা তাহার চক্ষুর সামনে উপস্থিত, সে যেন إِذَا الشَّمْسُ كُوِّرَتْ اذَا السَّمَاءُ انْفَطَرَتْ এবং إِذا السَّماءُ انشقَّتْ এই সূরা কয়েকটি (মর্ম বুঝিয়া) পাঠ করে। – আহমদ ও তিরমিযী
كتاب أحوال القيامة وبدء الخلق
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ سَرَّهُ أَنْ يَنْظُرَ إِلَى يَوْمِ الْقِيَامَةِ كَأَنَّهُ رَأْيُ عَيْنٍ فليَقرأْ: (إِذا الشَّمسُ كُوِّرَتْ) و (إِذا السَّماءُ انفطرَتْ) و (إِذا السَّماءُ انشقَّتْ) رَوَاهُ أَحْمد وَالتِّرْمِذِيّ
اسنادہ حسن ، رواہ احمد (2 / 27 ح 4806) و الترمذی (3333) ۔
(حسن)
اسنادہ حسن ، رواہ احمد (2 / 27 ح 4806) و الترمذی (3333) ۔
(حسن)
হাদীসের ব্যাখ্যা:
এই সূরাগুলিতে কিয়ামতের দিন ও সেই দিনের বিভীষিকার আলোচনা রহিয়াছে।