মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৫৬৯৭
- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
তৃতীয় অনুচ্ছেদ - জান্নাত ও জাহান্নামের সৃষ্টি
৫৬৯৭। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদিগকে নামায পড়াইলেন। অতঃপর মিম্বরে উঠিলেন এবং মসজিদের কেবলার দিকে ইংগিত করিয়া বলিলেন, এখন আমি তোমাদিগকে নামায পড়াইবার সময় বেহেশত ও দোযখকে এই দেয়ালের সম্মুখে এক বিশেষ বিশেষ রূপ ও আকৃতিতে দেখিতে পাইয়াছি, কিন্তু আজিকার মত এত উত্তম এবং এত নিকৃষ্ট ইতিপূর্বে আর কখনও দেখিতে পাই নাই। — বুখারী
كتاب أحوال القيامة وبدء الخلق
اَلْفصْلُ الثَّالِثُ
عَنْ أَنَسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صلى بِنَا يَوْمًا الصَّلَاةَ ثُمَّ رَقِيَ الْمِنْبَرَ فَأَشَارَ بِيَدِهِ قِبَلَ قِبْلَةِ الْمَسْجِدِ فَقَالَ: «قَدْ أُرِيتُ الْآنَ مُذْ صَلَّيْتُ لَكُمُ الصَّلَاةَ الْجَنَّةَ وَالنَّارَ مُمَثَّلَتَيْنِ فِي قِبَلِ هَذَا الْجِدَارِ فَلَمْ أَرَ كَالْيَوْمِ فِي الْخَيْر وَالشَّر» . رَوَاهُ البُخَارِيّ
رواہ البخاری (749) ۔
(صَحِيح)
رواہ البخاری (749) ۔
(صَحِيح)
তাহকীক: