মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৬১৯৫
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
তৃতীয় অনুচ্ছেদ - নবী (সা.) -এর পবিত্র স্ত্রীগণের মর্যাদা
৬১৯৫। তাবেয়ী মুসা ইবনে তালহা (রহঃ) বলেন, হযরত আয়েশা (রাঃ) অপেক্ষা সুন্দর ও নির্ভুল ভাষ্যের অধিকারী আমি আর কাহাকেও দেখি নাই। —তিরমিযী, আর তিনি বলিয়াছেন, হাদীসটি হাসান, সহীহ্ ও গরীব।
كتاب المناقب
وَعَنْ مُوسَى بْنِ طَلْحَةَ قَالَ: مَا رَأَيْتُ أَحَدًا أَفْصَحَ مِنْ عَائِشَةَ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬১৯৬
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
প্রথম অনুচ্ছেদ - সমষ্টিগতভাবে মর্যাদা ও বৈশিষ্ট্য
৬১৯৬। হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) বলেন, একদা আমি স্বপ্নে দেখিলাম যে, আমার হাতে যেন এক টুকরা রেশমী কাপড়। আমি জান্নাতের মধ্যে যে কোথাও যাইতে ইচ্ছা করি, তখনই ঐ কাপড়খণ্ডটি আমাকে তথায় উড়াইয়া লইয়া যায়। অতঃপর আমি এই স্বপ্নটির কথা (আমার ভগ্নী) হাফসার কাছে বলিলাম, তখন হাফসা উহা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বলিলে জবাবে তিনি বলিলেন: তোমার ভাই, অথবা বলিয়াছেন, আব্দুল্লাহ্ একজন নেককার লোক। মোত্তাঃ
كتاب المناقب
بَاب جَامع المناقب: الْفَصْل الأول
عَن عبد الله بن عمر قَالَ: رَأَيْتُ فِي الْمَنَامِ كَأَنَّ فِي يَدِي سراقَة مِنْ حَرِيرٍ لَا أَهْوِي بِهَا إِلَى مَكَانٍ فِي الْجَنَّةِ إِلَّا طَارَتْ بِي إِلَيْهِ فَقَصَصْتُهَا عَلَى حَفْصَةَ فَقَصَّتْهَا حَفْصَةُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «إِنَّ أَخَاكِ رَجُلٌ صَالِحٌ - أَوْ إِنَّ عَبْدَ اللَّهِ رَجُلٌ صَالح -» . مُتَّفق عَلَيْهِ