মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ৬২৮২
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
তৃতীয় অনুচ্ছেদ - ইয়ামান ও শাম (সিরিয়া) দেশের বর্ণনা এবং উওয়াইস করানী-এর আলোচনা
৬২৮২। হযরত আব্দুর রহমান ইবনে সুলায়মান (রাঃ) বলিয়াছেন, অদূর ভবিষ্যতে আজমী বাদশাহদের মধ্য হইতে একজন বাদশাহর আবির্ভাব ঘটিবে। অতঃপর ব্যতীত সমস্ত শহরগুলিতে তাহার আধিপত্য স্থাপিত হইবে। —আবু দাউদ
كتاب المناقب
وَعَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سُلَيْمَانَ قَالَ: سَيَأْتِي مَلِكٌ مِنْ مُلُوكِ الْعَجَمِ فَيَظْهَرُ عَلَى الْمَدَائِنِ كلِّها إِلا دمشق. رَوَاهُ أَبُو دَاوُدَ
তাহকীক:
হাদীস নং: ৬২৮৭
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
তৃতীয় অনুচ্ছেদ - এ উম্মতের [উম্মতে মুহাম্মাদী (সা.)-এর] সাওয়াবের বিবরণ
৬২৮৭। হযরত জাফর তাঁহার পিতার মাধ্যমে তাঁহার দাদা হইতে বর্ণনা করেন, রাসূলুল্লাহ্ (ﷺ) (সাহাবীগণকে লক্ষ্য করিয়া) বলিয়াছেনঃ সুসংবাদ গ্রহণ কর, সুসংবাদ গ্রহণ কর! আমার উম্মতের দৃষ্টান্ত হইল মুষলধারায় বৃষ্টির মত যাহার সম্পর্কে বলা যায় না, উহার প্রথমাংশ উত্তম, নাকি শেষাংশ ? অথবা ঐ বাগানের মত, একদল লোক এক বৎসর উহা হইতে ভোগ করিল, অতঃপর আরেক দল লোক পরবর্তী বৎসর উহা হইতে ভোগ করিল এমনও তো হইতে পারে, শেষে যাহারা ঐ বাগান হইতে উপকৃত হইয়াছে তাহারা বেশী প্রসার ও প্রভাব লাভ করিবে, গুণাবলীতেও অধিক হইবে। সেই উম্মত কিরূপে ধ্বংস হইতে পারে, যাহাদের প্রথমে রহিয়াছি আমি? মধ্যে ইমাম মাহ্দী এবং শেষে হযরত মাসীহ ঈসা (আঃ)। অবশ্য ইহার মধ্যবর্তী সময়ে এমন বক্র দল প্রকাশ পাইবে, আমার সাথে যাহাদের কোন সম্পর্ক নাই এবং আমিও তাহাদের সাথে সম্পর্কিত নই। —রাযীন
كتاب المناقب
اَلْفصْلُ الثَّالِثُ
عَنْ جَعْفَرٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَبْشِرُوا إِنَّمَا مَثَلُ أُمَّتِي مَثَلُ الْغَيْثِ لَا يُدْرَى آخِرُهُ خَيْرٌ أَمْ أَوَّلُهُ؟ أَوْ كَحَدِيقَةٍ أُطْعِمَ مِنْهَا فَوْجٌ عَامًا لَعَلَّ آخِرَهَا فَوْجًا أَنْ يكون أعرَضَها عرضا وَأَعْمَقَهَا عُمْقًا وَأَحْسَنَهَا حُسْنًا كَيْفَ تَهْلِكُ أُمَّةٌ أَنَا أَوَّلُهَا وَالْمَهْدِيُّ وَسَطُهَا وَالْمَسِيحُ آخِرُهَا وَلَكِنْ بَين ذَلِك فَيْجٌ أَعْوَج لَيْسُوا وَلَا أَنا مِنْهُم» رَوَاهُ رزين
তাহকীক: