ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৯ টি
হাদীস নং: ১০০
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
ডান দিক থেকে শুরু করা, ধারাবাহিকতা ও পরম্পরা রক্ষা করা ওয়াজিব নয়
(১০০) জাবির রা. হজ্জের বর্ণনায় বলেন, রাসূলুল্লাহ (ﷺ) (সাফা ও মারওয়ার মাঝে সাঈর সময় কোন পাহাড় থেকে শুরু করতে হবে সে বিষয়ে নির্দেশ দিয়ে) বলেন, আল্লাহ যে পাহাড়ের নাম আগে বলেছেন সেই পাহাড় (সাফা) থেকে তোমরা সাঈ শুরু করো ।
كتاب الطهارة
عن جابر رضي الله عنه في صفة الحج مرفوعا: فابدؤوا بما بدأ الله به
তাহকীক:
হাদীস নং: ১০১
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
ডান দিক থেকে শুরু করা, ধারাবাহিকতা ও পরম্পরা রক্ষা করা ওয়াজিব নয়
(১০১) জাবির রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) (সাফা ও মারওয়ার মাঝে সাঈর সময়) বলেন, আল্লাহ যে পাহাড়ের নাম আগে বলেছেন সেই পাহাড় থেকে আমি সাঈ শুরু করছি।
كتاب الطهارة
عن جابر رضي الله عنه في صفة الحج مرفوعا: أبدأ بما بدأ الله به
তাহকীক:
হাদীস নং: ১০২
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
ডান দিক থেকে শুরু করা, ধারাবাহিকতা ও পরম্পরা রক্ষা করা ওয়াজিব নয়
(১০২) আলী রা. বলেন, আমি যদি পূর্ণরূপে ওযু করি, তাহলে আমি আমার কোন অঙ্গ দিয়ে ওযু শুরু করলাম তা নিয়ে কোনো পরোয়া করি না।
كتاب الطهارة
عن علي رضي الله عنه: ما أبالي إذا أتممت وضوئي بأي أعضائي بدأت .
তাহকীক:
হাদীস নং: ১০৩
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
ডান দিক থেকে শুরু করা, ধারাবাহিকতা ও পরম্পরা রক্ষা করা ওয়াজিব নয়
(১০৩) বুসর ইবন সায়ীদ উসমান ইবন আফফান রা.র ওযুর বিবরণে বলেন, অতঃপর তিনি তার মুখমণ্ডল তিনবার, দুইহাত তিনবার তিনবার ও দুইপা তিনবার তিনবার করে ধৌত করেন। অতঃপর তিনি মাথা মাসাহ করেন । এরপর বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে এভাবে ওযু করতে দেখেছি।
كتاب الطهارة
عن بشر بن سعيد في وضوء عثمان رضي الله عنه: ثم غسل وجهه ثلاثا ويديه ثلاثا ثلاثا ورجليه ثلاثا ثلاثا ثم مسح برأسه ثم قال: رأيت
رسول الله صلى الله عليه وسلم يتوضأ هكذا
رسول الله صلى الله عليه وسلم يتوضأ هكذا
তাহকীক:
হাদীস নং: ১০৪
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
ডান দিক থেকে শুরু করা, ধারাবাহিকতা ও পরম্পরা রক্ষা করা ওয়াজিব নয়
(১০৪) আনাস ইবন মালিক রা. উমার রা.র ইসলাম গ্রহণের ঘটনা বর্ণনায় বলেন, যখন উমার রা. তার বোন ফাতিমা রা.র কাছে পাঠের উদ্দেশ্যে কুরআন চাইলেন তখন তিনি বলেন, আপনি অপবিত্র । কাজেই আপনি উঠে যান এবং গোসল করুন বা ওযু করুন।
كتاب الطهارة
عن أنس بن مالك رضي الله عنه في قصة إسلام عمر رضي الله عنه قالت له أخته لما طالب منها القرآن ليقرأ قبل أن يسلم: إنك رجس
فقم فاغتسل أو توضأ.
فقم فاغتسل أو توضأ.
তাহকীক:
হাদীস নং: ১০৫
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
ডান দিক থেকে শুরু করা, ধারাবাহিকতা ও পরম্পরা রক্ষা করা ওয়াজিব নয়
(১০৫) আব্দুল্লাহ ইবন মাসউদ রা. বর্ণনা করেছেন, গোসলের সময়ে ভুলক্রমে যদি কারো কোনো অঙ্গ শুষ্ক বা অধৌত থাকে তাহলে তার বিষয়ে রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সে উক্ত না-ধোয়া স্থানটুকু ধৌত করবে এবং এরপর সালাত আদায় করবে।
كتاب الطهارة
عن ابن مسعود رضي الله عنه مرفوعا في الذي يخطئ يضع جسده الماء في الغسل: يغسل ذلك المكان ثم يصلي
তাহকীক:
হাদীস নং: ১০৬
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
ডান দিক থেকে শুরু করা, ধারাবাহিকতা ও পরম্পরা রক্ষা করা ওয়াজিব নয়
(১০৬) একজন সাহাবি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) দেখেন যে, একব্যক্তি সালাত আদায় করছে, কিন্তু তার পায়ের পিঠে এক দিরহাম পরিমাণ স্থান অধৌত শুষ্ক রয়েছে, যেখানে পানি পৌঁছে নি। তখন তিনি তাকে পুনরায় ওযু করার নির্দেশ প্রদান করেন।
كتاب الطهارة
عن بعض أصحاب النبي صلى الله عليه وسلم أن رسول الله صلى الله عليه وسلم رأى رجلا يصلي وفي ظهر قدمه لمعة قدر الدرهم لم يصبها الماء فأمره رسول الله صلى الله عليه وسلم أن يعيد الوضوء.
তাহকীক:
হাদীস নং: ১০৭
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
ডান দিক থেকে শুরু করা, ধারাবাহিকতা ও পরম্পরা রক্ষা করা ওয়াজিব নয়
(১০৭) আনাস রা. বলেন, একব্যক্তি ওযু করে রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আগমন করে। তার পায়ে নখ-পরিমাণ স্থান অধৌত ছিল । তখন রাসূলুল্লাহ (ﷺ) তাকে বলেন, তুমি ফিরে যাও এবং সুন্দররূপে ওযু করো ।
كتاب الطهارة
عن أنس بن مالك أن رجلا جاء إلى النبي صلى الله عليه وسلم وقد توضأ وترك على قدمه مثل موضع الظفر فقال له رسول الله صلى
الله عليه وسلم: إرجع فأحسن وضوءك.
الله عليه وسلم: إرجع فأحسن وضوءك.
তাহকীক:
হাদীস নং: ১০৮
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
ডান দিক থেকে শুরু করা, ধারাবাহিকতা ও পরম্পরা রক্ষা করা ওয়াজিব নয়
(১০৮) উমার* রা. থেকে বর্ণিত, তিনি একজনকে দেখতে পান যে, তার পায়ে নখ-পরিমাণ স্থান অধৌত রয়েছে তখন তিনি তাকে বলেন, তুমি ফিরে যাও এবং সুন্দররূপে ওযু করো। (মুসলিম)।
كتاب الطهارة
عن عمر رضي الله عنه موقوفا مثله: إرجع فأحسن وضوءك
তাহকীক: