ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ১০৯
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
ওযুর পরে যা বলতে হবে
(১০৯) উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ পরিপূর্ণরূপে ওযু করে এবং এরপর বলে, 'আমি সাক্ষ্য প্রদান করছি যে, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মাদ (ﷺ) তাঁর দাস ও প্রেরিত দূত’, তাহলে তার জন্য জান্নাতের আটটি দরজাই খুলে দেওয়া হবে। (সে যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করবে)।
كتاب الطهارة
عن عمر رضي الله عنه مرفوعا: ما منكم من أحد يتوضأ فيبلغ أو فيسبغ الوضوء ثم يقول: أشهد أن لا إله إلا الله وأن محمدا عبد الله ورسوله إلا فتحت له أبواب الجنة الثمانية (يدخل من أيها شاء).
তাহকীক:
হাদীস নং: ১১০
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
ওযুর পরে যা বলতে হবে
(১১০) উমার রা.র অন্য বর্ণনায় ওযুর পরের দুআর শেষে নিম্নের বাক্যটি অতিরিক্ত রয়েছে: 'হে আল্লাহ, আমাকে তাওবাকারীগণের অন্তর্ভুক্ত করে দিন এবং আমাকে পরিপূর্ণ পবিত্রতা অর্জনকারীগণের অন্তর্ভুক্ত করে দিন'।
كتاب الطهارة
عن عمر رضي الله عنه مرفوعا وزاد فيه: اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين.
তাহকীক: