ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ২৯৫
নামাযের অধ্যায়
শিশুর সালাত
(২৯৫) আমর ইবন শুআইব তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের সন্তানদেরকে সাতবছর থেকে সালাতের নির্দেশ প্রদান করবে এবং দশবছরে তাদেরকে সালাতের জন্য প্রহার করবে এবং তাদের বিছানা পৃথক করে দেবে।
كتاب الصلاة
عن عمرو بن شعيب عن أبيه عن جده مرفوعا: مروا أبناءكم بالصلاة لسبع سنين واضربوهم عليها لعشر سنين وفرقوا بينهم في المضاجع
তাহকীক: