ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৫ টি
হাদীস নং: ৫০৩
নামাযের অধ্যায়
দুই সাজদার মধ্যে বসার পদ্ধতি ও নিতম্বের উপর বসা মাকরূহ
(৫০৩) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন সাজদা থেকে মাথা উঠাতেন তখন পরিপূর্ণ ও স্থিরভাবে না বসে পুনরায় সাজদা করতেন না।
كتاب الصلاة
عن عائشة رضي الله عنها قالت: كان رسول الله صلى الله عليه وسلم إذا رفع رأسه من السجدة لم يسجد حتى يستوي جالسا
তাহকীক:
হাদীস নং: ৫০৪
নামাযের অধ্যায়
দুই সাজদার মধ্যে বসার পদ্ধতি ও নিতম্বের উপর বসা মাকরূহ
(৫০৪) তাবিয়ি তাউস বলেন, আমরা ইবন আব্বাস রা.কে দুই পায়ের গোড়ালির উপর নিতম্ব রেখে বসার বিষয়ে জিজ্ঞাসা করলাম । তিনি বললেন, এরূপ বসা সুন্নত। আমরা বললাম, আমরা তো এইরূপ বসাকে মানুষের জন্য অসৌজন্যমূলক ও অশোভনীয় বলে মনে করি। ইবন আব্বাস রা. বলেন, বরং তা তোমার নবী (ﷺ) এর সুন্নত।
كتاب الصلاة
عن طاوس يقول: قلنا لابن عباس رضي الله عنه في الإقعاء على القدمين فقال هي السنة فقلنا له إنا لنراه جفاء بالرجل فقال ابن عباس بل هي سنة نبيك صلى الله عليه وسلم
তাহকীক:
হাদীস নং: ৫০৫
নামাযের অধ্যায়
দুই সাজদার মধ্যে বসার পদ্ধতি ও নিতম্বের উপর বসা মাকরূহ
(৫০৫) তাবিয়ি মুগীরাহ ইবন হাকীম বলেন, তিনি দেখেন যে, আব্দুল্লাহ ইবন উমার রা. দুই সাজদার মধ্যবর্তী সময়ে তার পায়ের আঙ্গুলের উপর (দুইপা খাড়া রেখে গোড়ালির উপর ) বসছেন। তিনি সালাত শেষ করলে মুগীরাহ তাকে এ বিষয়ে প্রশ্ন করেন। উত্তরে ইবন উমার রা. বলেন, এভাবে বসা সালাতের সুন্নত নয়, আমি আমার অসুস্থতার কারণে এভাবে বসি।
كتاب الصلاة
عن المغيرة بن حكيم أنه رأى عبد الله بن عمر رضي الله عنهما يرجع في سجدتين في الصلاة على صدور قدميه فلما انصرف ذكر له ذلك فقال: إنها ليست سنة الصلاة وإنما أفعل هذا من أجل أني أشتكي
তাহকীক:
হাদীস নং: ৫০৬
নামাযের অধ্যায়
দুই সাজদার মধ্যে বসার পদ্ধতি ও নিতম্বের উপর বসা মাকরূহ
(৫০৬) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) (প্রতি দুই রাকআতে তাশাহ্হুদ বলতেন।) এবং তিনি তাঁর বামপা পেতে দিতেন ও ডানপা খাড়া করে রাখতেন । তিনি শয়তানের মতো নিতম্বের উপর বসতে নিষেধ করতেন ।
كتاب الصلاة
عن عائشة رضي الله عنها قالت: كان رسول الله صلى الله عليه وسلم (يقول: في كل ركعتين التحية) وكان يفرش رجله اليسرى وينصب رجله اليمنى وكان ينهى عن عقبة الشيطان
তাহকীক:
হাদীস নং: ৫০৭
নামাযের অধ্যায়
দুই সাজদার মধ্যে বসার পদ্ধতি ও নিতম্বের উপর বসা মাকরূহ
(৫০৭) সামুরাহ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সালাতের মধ্যে নিতম্বের উপর বসতে নিষেধ করেছেন।
كتاب الصلاة
عن سمرة رضي الله عنه قال: نهى رسول الله صلى الله عليه وسلم عن الإقعاء في الصلاة
তাহকীক: