ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৫ টি
হাদীস নং: ৬২৯
নামাযের অধ্যায়
যে সকল ওযরের কারণে জামাআত পরিত্যাগ বৈধ
(৬২৯) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি আযান শুনতে পেল কিন্তু জামাআতে উপস্থিত হল না তার কোনো সালাত নেই, যদি না তার অনুপস্থিতি ওযরের কারণে হয়। (ইবন মাজাহ ও দারাকুতনি সহীহ সনদে। ইবন হিব্বান ও হাকিম এই হাদীসটি সঙ্কলন করেছেন। তাদের বর্ণনায় হাদীসের শেষে রয়েছে, সাহাবিগণ বললেন, ওযর কী? তিনি বলেন, ভয় বা অসুস্থতা)।
كتاب الصلاة
عن ابن عباس رضي الله عنهما مرفوعا: من سمع النداء فلم يأته فلا صلاة له إلا من عذر. وزاد في رواية: قالوا وما العذر؟ قال خوف أو مرض
তাহকীক:
হাদীস নং: ৬৩০
নামাযের অধ্যায়
যে সকল ওযরের কারণে জামাআত পরিত্যাগ বৈধ
(৬৩০) ইবন উমার রা. বলেন, শীত ও বৃষ্টির রাত হলে রাসূলুল্লাহ (ﷺ) মুয়াযযিনকে নির্দেশ দিতেন, মুয়াযযিন বলতেন, শুনুন! আপনারা বাড়িতে সালাত আদায় করুন।
كتاب الصلاة
عن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم كان يأمر المؤذن إذا كانت ليلة ذات برد ومطر يقول: ألا صلوا في الرحال
তাহকীক:
হাদীস নং: ৬৩১
নামাযের অধ্যায়
যে সকল ওযরের কারণে জামাআত পরিত্যাগ বৈধ
(৬৩১) ইবন উমার রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি তোমাদের কারো রাতের খাবার রাখা হয় এবং এমতাবস্থায় সালাতের ইকামত দেওয়া হয় তাহলে তোমরা আগে খাবার গ্রহণ করবে খাদ্য গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত তাড়াহুড়ো করবে না।
كتاب الصلاة
عن ابن عمر رضي الله عنهما مرفوعا: إذا وضع عشاء أحدكم وأقيمت الصلاة فابدءوا بالعشاء ولا يعجل حتى يفرغ منه
তাহকীক:
হাদীস নং: ৬৩২
নামাযের অধ্যায়
যে সকল ওযরের কারণে জামাআত পরিত্যাগ বৈধ
(৬৩২) আয়িশা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, খাদ্যের উপস্থিতিতে কোনো সালাত নেই এবং মলমূত্রের বেগ থাকা অবস্থায় কোনো সালাত নেই।
كتاب الصلاة
عن عائشة رضي الله عنها مرفوعا: لا صلاة بحضرة الطعام ولا هو يدافعه الأخبثان
তাহকীক:
হাদীস নং: ৬৩৩
নামাযের অধ্যায়
যে সকল ওযরের কারণে জামাআত পরিত্যাগ বৈধ
(৬৩৩) আব্দুল্লাহ ইবন আরকাম রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি সালাতের ইকামত হয়ে যায় এবং তোমাদের কেউ শৌচাগারে গমনের প্রয়োজন অনুভব করে তাহলে সে প্রথমে শৌচাগারে যাবে।
كتاب الصلاة
عن عبد الله بن الأرقم رضي الله عنه مرفوعا: إذا أقيمت الصلاة ووجد أحدكم الخلاء فليبدأ بالخلاء
তাহকীক: