ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৬৩৪
নামাযের অধ্যায়
কাতার প্রতিষ্ঠিত করা, সোজা করা এবং সোজা করার পদ্ধতি
(৬৩৪) ইবন উমার রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা সারিগুলো প্রতিষ্ঠিত করবে, কাঁধগুলো মিলিয়ে সমান্তরাল করবে, ফাঁক পূরণ করবে এবং তোমাদের ভাইদের হাতে নরম হবে**। তোমরা শয়তানের জন্য ফাঁক রেখে দেবে না। যে ব্যক্তি কাতার মিলিয়ে দেবে আল্লাহ তাকে মিলিয়ে দিবেন এবং যে ব্যক্তি কাতার কর্তন করবে আল্লাহ তাকে কর্তন করবেন।
كتاب الصلاة
عن ابن عمر رضي الله عنهما مرفوعا: أقيموا الصفوف وحاذوا بين المناكب وسدوا الخلل ولينوا بأيدي إخوانكم ولا تذروا فرجات للشيطان ومن وصل صفا وصله الله ومن قطع صفا قطعه الله
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৩৫
নামাযের অধ্যায়
কাতার প্রতিষ্ঠিত করা, সোজা করা এবং সোজা করার পদ্ধতি
(৬৩৫) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা কাতারগুলো পরিপূর্ণ সোজারূপে প্রতিষ্ঠিত করবে; কারণ কাতার প্রতিষ্ঠিত করা সালাতের সৌন্দর্য।
كتاب الصلاة
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: أقيموا الصف في الصلاة فإن إقامة الصف من حسن الصلاة
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৩৬
নামাযের অধ্যায়
কাতার প্রতিষ্ঠিত করা, সোজা করা এবং সোজা করার পদ্ধতি
(৬৩৬) আনাস রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা কাতারগুলো সোজা করবে; কারণ কাতারগুলো সোজা করা সালাত প্রতিষ্ঠার অংশ।
كتاب الصلاة
عن أنس بن مالك رضي الله عنه مرفوعا: سووا صفوفكم فإن تسوية الصفوف من إقامة الصلاة. (من تمام الصلاة)، (أتموا الصفوف).
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৩৭
নামাযের অধ্যায়
কাতার প্রতিষ্ঠিত করা, সোজা করা এবং সোজা করার পদ্ধতি
(৬৩৭) আনাস রা. বলেন, সালাতের ইকামত হয়ে যাওয়ার পরে রাসূলুল্লাহ (ﷺ) তাঁর চেহারা মুবারক আমাদের দিকে করে ঘুরে দাঁড়ালেন এবং বললেন, তোমরা সারিগুলো সোজা করো এবং একে অপরের গায়ে গা মিশিয়ে দাঁড়াও। আমি পেছন থেকেও তোমাদেরকে দেখতে পাই।
كتاب الصلاة
عن أنس بن مالك رضي الله عنه قال: أقيمت الصلاة فأقبل علينا رسول الله صلى الله عليه وسلم بوجهه فقال: أقيموا صفوفكم وتراصوا فإني أراكم من وراء ظهري وكان أحدنا يلزق منكبه بمنكب صاحبه وقدمه بقدمه (وركبته بركبة صاحبه وكعبه بكعبه)