ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৬৩৮
নামাযের অধ্যায়
সারিসমূহের পরম্পরা
(৬৩৮) আবু মাসউদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলতেন, তোমাদের মধ্যে যারা বয়স্ক ও জ্ঞানী তারা আমার নিকটে দাঁড়াবে। এরপর তাদের নিকটবর্তীগণ এবং এরপর তাদের নিকটবর্তীগণ।
كتاب الصلاة
عن أبي مسعود الأنصاري رضي الله عنه مرفوعا: ليلني منكم أولو الأحلام والنهي ثم الذين يلونهم ثم الذين يلونهم
হাদীস নং: ৬৩৯
নামাযের অধ্যায়
সারিসমূহের পরম্পরা
(৬৩৯) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, পুরুষদের জন্য সর্বোত্তম সারি প্রথম সারি এবং সর্বনিকৃষ্ট সারি শেষ সারি । আর মেয়েদের জন্য সর্বোত্তম সারি শেষ সারি এবং সর্বনিকৃষ্ট সারি প্রথম সারি ।
كتاب الصلاة
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: خير صفوف الرجال أولها وشرها آخرها وخير صفوف النساء آخرها وشرها أولها
হাদীস নং: ৬৪০
নামাযের অধ্যায়
সারিসমূহের পরম্পরা
(৬৪০) আনাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা প্রথম সারি পূর্ণ করবে এরপর পরবর্তী সারি। যদি কিছু কমতি থাকে তাহলে তা শেষ কাতারে থাক।
كتاب الصلاة
عن أنس رضي الله عنه مرفوعا: أتموا الصف المقدم ثم الذي يليه فما كان من نقص فليكن في الصف المؤخر
হাদীস নং: ৬৪১
নামাযের অধ্যায়
সারিসমূহের পরম্পরা
(৬৪১) আনাস রা. বলেন, আমাদের বাড়িতে রাসূলুল্লাহ (ﷺ) এর পিছে আমরা সালাত আদায় করি। আমি ও একজন এতিম কিশোর রাসূলুল্লাহ (ﷺ) এর পেছনে দাঁড়ালাম। আর আমার আম্মা উম্মু সুলাইম আমাদের পেছনে দাঁড়ালেন।
كتاب الصلاة
عن أنس رضي الله عنه قال: صليت أنا ويتيم في بيتنا خلف النبي صلى الله عليه وسلم وأمي أم سليم خلفنا