ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
হাদীস নং: ৬৮৩
নামাযের অধ্যায়
ইমামের সালাত নষ্ট হলে মুকতাদিদের সালাতও নষ্ট হবে
(৬৮৩) উমার রা. থেকে বর্ণিত, তিনি মাগরিবের সালাতে ভুল করেন। তিনি তখন মুকতাদিগণের সাথে পুনরায় সালাত আদায় করেন।
كتاب الصلاة
عن عمر رضي الله عنه أنه نسي في صلاة المغرب فأعاد بهم الصلاة
তাহকীক:
হাদীস নং: ৬৮৪
নামাযের অধ্যায়
ইমামের সালাত নষ্ট হলে মুকতাদিদের সালাতও নষ্ট হবে
(৬৮৪) আলী রা. যে ব্যক্তি নাপাক অবস্থায় ইমামতি করবে তার বিষয়ে বলেন, সে পুনরায় সালাত আদায় করবে এবং মুকতাদিগণও পুনরায় সালাত আদায় করবে।
كتاب الصلاة
عن علي بن أبي طالب رضي الله عنه قال في الرجل يصلي بالقوم جنبا قال: يعيد ويعيدون
তাহকীক:
হাদীস নং: ৬৮৫
নামাযের অধ্যায়
ইমামের সালাত নষ্ট হলে মুকতাদিদের সালাতও নষ্ট হবে
(৬৮৫) তাবিয়ি ইবরাহীম নাখয়ি বলেন, যদি ইমামের সালাত নষ্ট হয়ে যায় তাহলে তার পেছনে যারা থাকবেন তাদেরও সালাত নষ্ট হবে।
كتاب الصلاة
عن إبراهيم قال: إذا فسدت صلاة الإمام فسدت صلاة من خلفه
তাহকীক: