ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৬৮৬
নামাযের অধ্যায়
মুকতাদির ইমামের আগে চলা
(৬৮৬) আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি ইমামের আগে তার মাথা উঠায় তার কি ভয় হয় না যে, আল্লাহ তার মাথাটি গাধার মাথা বানিয়ে দিবেন, অথবা আল্লাহ তার আকৃতিকে গাধার আকৃতি বানিয়ে দিবেন!
كتاب الصلاة
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: أما يخشى أحدكم أو لا يخشى أحدكم إذا رفع رأسه قبل الإمام أن يجعل الله رأسه رأس حمار أو يجعل الله صورته صورة حمار
তাহকীক: