ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ৭৪৮
নামাযের অধ্যায়
সর্বদা একই স্থানে সালাত আদায়ের জন্য স্থান নির্ধারিত করে নেওয়া
(৭৪৮) আব্দুর রহমান ইবন শিবল রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তিনটি কর্ম থেকে নিষেধ করেছেন: কাকের মতো ঠোকরানো, বন্য পশুর মতো মাটিতে হাত বিছিয়ে সাজদা করা এবং তিনি নিষেধ করেছেন যে, উট যেমন তার শয়নের জন্য একটি স্থান নির্ধারিত করে নেয় সেভাবে কোনো ব্যক্তি তার সালাতের জন্য একটি স্থান নির্ধারিত করে নেবে।
كتاب الصلاة
عن عبد الرحمن بن شبل رضي الله عنه رفعه: نهى عن ثلاث عن نقرة الغراب وافتراش السبع وأن يوطن الرجل المقام للصلاة كما يوطن البعير
তাহকীক:
হাদীস নং: ৭৪৯
নামাযের অধ্যায়
সর্বদা একই স্থানে সালাত আদায়ের জন্য স্থান নির্ধারিত করে নেওয়া
(৭৪৯) সালামাহ ইবনুল আকওয়া' রা. বিশেষভাবে সচেষ্ট হয়ে মসজিদে নববির রাওযার মধ্যবর্তী খুঁটির নিকট সালাত আদায় করতেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এই খুঁটিটির নিকট সালাত আদায়ের জন্য বিশেষভাবে চেষ্টা করতেন।
كتاب الصلاة
عن سلمة بن الأكوع رضي الله عنه أنه كان يتحرى الصلاة عند الأسطوانة... وقال رأيت النبي صلى الله عليه وسلم يتحرى الصلاة عندها
তাহকীক: