ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৭৫০
নামাযের অধ্যায়
যে সকল স্থানে সালাত আদায় করা মাকরূহ বা অপছন্দনীয়
(৭৫০) আবু সায়ীদ খুদরি রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, দুনিয়ার সকল যমিনই মসজিদ বা সালাত আদায়ের জন্য উপযুক্ত স্থান, শুধুমাত্র ব্যতিক্রম হল গোসলখানা ও গোরস্থান বা কবরের স্থান (এই দুই স্থানে সালাত আদায় বৈধ নয়)।
كتاب الصلاة
عن أبي سعيد رضي الله عنه مرفوعا: الأرض كلها مسجد إلا الحمام والمقبرة
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭৫১
নামাযের অধ্যায়
যে সকল স্থানে সালাত আদায় করা মাকরূহ বা অপছন্দনীয়
(৭৫১) আবু মারসাদ গানাবি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা কবরের উপর বসবে না এবং কবরের দিকে মুখ করে সালাত আদায় করবে না।
كتاب الصلاة
عن أبي مرثد الغنوي رضي الله عنه مرفوعا: لا تجلسوا على القبور ولا تصلوا إليها
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭৫২
নামাযের অধ্যায়
যে সকল স্থানে সালাত আদায় করা মাকরূহ বা অপছন্দনীয়
(৭৫২) উমার ইবনুল খাত্তাব রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সাত স্থানে সালাত আদায় বৈধ নয়: বাইতুল্লাহর উপরে, গোরস্থানে, ময়লা আবর্জনার রাখার স্থানে, কসাইখানা বা জবাইয়ের স্থানে, গোসলখানায়, উটের বাথানে এবং রাস্তার মাঝে।
كتاب الصلاة
عن عمر بن الخطاب رضي الله عنه مرفوعا: سبع مواطن لا تجوز فيها الصلاة ظاهر بيت الله والمقبرة والمزبلة والمجزرة والحمام وعطن الإبل ومحجة الطريق
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭৫৩
নামাযের অধ্যায়
যে সকল স্থানে সালাত আদায় করা মাকরূহ বা অপছন্দনীয়
(৭৫৩) আলী রা. বলেন, যে জমিনে আল্লাহ তিনবার ভূমিধ্বসের মাধ্যমে মানুষকে ভূমির মধ্যে প্রোথিত করেছেন সেই স্থানে আমি সালাত আদায় করব না।
كتاب الصلاة
عن علي رضي الله عنه: ما كنت لأصلي في أرض خسف الله بها ثلاثاً.
tahqiq

তাহকীক: