ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ১৪ টি

হাদীস নং: ৮৪৩
নামাযের অধ্যায়
পাঁচ ওয়াক্ত ও জুমুআ সংশ্লিষ্ট নিয়মিত সুন্নত সালাতসমূহ
(৮৪৩) ইবন উমার রা. বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) থেকে দশ রাকআত সালাত মুখস্থ করে রেখেছি: যুহরের পূর্বে দুই রাকআত এবং যুহরের পরে দুই রাকআত, মাগরিবের পরে তাঁর নিজ বাড়ির মধ্যে দুই রাকআত, ইশার পরে তাঁর নিজ বাড়ির মধ্যে দুই রাকআত এবং ফজরের পূর্বে দুই রাকআত।
كتاب الصلاة
عن ابن عمر رضي الله عنهما قال: حفظت من النبي صلى الله عليه وسلم عشر ركعات ركعتين قبل الظهر وركعتين بعدها وركعتين بعد المغرب في بيته وركعتين بعد العشاء في بيته وركعتين قبل صلاة الصبح
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৮৪৪
নামাযের অধ্যায়
পাঁচ ওয়াক্ত ও জুমুআ সংশ্লিষ্ট নিয়মিত সুন্নত সালাতসমূহ
(৮৪৪) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যুহরের পূর্বের চার রাকআত এবং ফজরের পূর্বের দুই রাকআত পরিত্যাগ করতেন না।
كتاب الصلاة
عن عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم كان لا يدع أربعا قبل الظهر وركعتين قبل الغداة
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৮৪৫
নামাযের অধ্যায়
পাঁচ ওয়াক্ত ও জুমুআ সংশ্লিষ্ট নিয়মিত সুন্নত সালাতসমূহ
(৮৪৫) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমার ঘরে যুহরের পূর্বে চার রাকআত সালাত আদায় করতেন। এরপর মসজিদে গিয়ে জামাআতে সালাত আদায় করতেন। এরপর ঘরে প্রবেশ করে দুই রাকআত সালাত আদায় করতেন। তিনি জামাআতে মাগরিব আদায় করতেন। এরপর বাড়িতে প্রবেশ করে দুই রাকআত সালাত আদায় করতেন। তিনি জামাআতে ইশা আদায় করতেন। এরপর বাড়িতে প্রবেশ করে দুই রাকআত সালাত আদায় করতেন।... তিনি প্রভাত (ফজরের ওয়াক্ত) হওয়ার পরে দুই রাকআত সালাত আদায় করতেন।
كتاب الصلاة
عن عائشة رضي الله عنها مرفوعا: كان يصلي في بيتي قبل الظهر أربعا ثم يخرج فيصلي بالناس ثم يدخل فيصلي ركعتين وكان يصلي بالناس المغرب ثم يدخل فيصلي ركعتين ويصلي بالناس العشاء ويدخل بيتي فيصلي ركعتين... وكان إذا طلع الفجر صلى ركعتين
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৮৪৬
নামাযের অধ্যায়
পাঁচ ওয়াক্ত ও জুমুআ সংশ্লিষ্ট নিয়মিত সুন্নত সালাতসমূহ
(৮৪৬) উম্মু হাবীবা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি দিনরাতে ১২ রাকআত সালাত আদায় করবে, তার জন্য জান্নাতে বাড়ি তৈরী করা হবে।...‘যুহরের পূর্বে চার রাকআত ও পরে দুই রাকআত...'।
كتاب الصلاة
عن أم حبيبة رضي الله عنها مرفوعا: من صلى اثنتي عشرة ركعة في يوم وليلة بني له بهن بيت في الجنة... أربعا قبل الظهر واثنتين بعدها
হাদীস নং: ৮৪৭
নামাযের অধ্যায়
পাঁচ ওয়াক্ত ও জুমুআ সংশ্লিষ্ট নিয়মিত সুন্নত সালাতসমূহ
(৮৪৭) উম্মু হাবীবা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি যুহরের পূর্বে চার রাকআত ও যুহরের পরে চার রাকআত সালাত নিয়মিত সুসংরক্ষিতরূপে আদায় করবে আল্লাহ তাকে জাহান্নামের জন্য হারাম করে দিবেন।
كتاب الصلاة
عن أم حبيبة رضي الله عنها مرفوعا: من حافظ على أربع ركعات قبل الظهر وأربع بعدها حرمه الله على النار
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৮৪৮
নামাযের অধ্যায়
পাঁচ ওয়াক্ত ও জুমুআ সংশ্লিষ্ট নিয়মিত সুন্নত সালাতসমূহ
(৮৪৮) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যদি যুহরের পূর্বে চার রাকআত আদায় করতে না পারতেন তাহলে যুহরের পরে তা আদায় করতেন।
كتاب الصلاة
عن عائشة رضي الله عنها مرفوعا: كان إذا لم يصل أربعا قبل الظهر صلاهن بعده
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৮৪৯
নামাযের অধ্যায়
পাঁচ ওয়াক্ত ও জুমুআ সংশ্লিষ্ট নিয়মিত সুন্নত সালাতসমূহ
(৮৪৯) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ সেই ব্যক্তিকে রহমত করুন, যে ব্যক্তি আসরের পূর্বে চার রাকআত সালাত আদায় করে।
كتاب الصلاة
عن ابن عمر رضي الله عنهما مرفوعا: رحم الله امرأ صلى قبل العصر أربعا
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৮৫০
নামাযের অধ্যায়
পাঁচ ওয়াক্ত ও জুমুআ সংশ্লিষ্ট নিয়মিত সুন্নত সালাতসমূহ
(৮৫০) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি মাগরিবের পরে ছয় রাকআত সালাত আদায় করবে, যেগুলোর মাঝে সে কোনো খারাপ কথা বলবে না, তার জন্য এই ছয় রাকআত সালাত বারো বছরের ইবাদতের সমতুল্য হবে।
كتاب الصلاة
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: من صلى بعد المغرب ست ركعات لم يتكلم فيما بينهن بسوء عدلن له بعبادة ثنتي عشرة سنة
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৮৫১
নামাযের অধ্যায়
পাঁচ ওয়াক্ত ও জুমুআ সংশ্লিষ্ট নিয়মিত সুন্নত সালাতসমূহ
(৮৫১) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইশার সালাত আদায় করে যখনই আমার ঘরে প্রবেশ করতেন, তখনই তিনি চার বা ছয় রাকআত সালাত আদায় করতেন।
كتاب الصلاة
عن عائشة رضي الله عنها قالت: ما صلى رسول الله صلى الله عليه وسلم العشاء قط فدخل علي إلا صلى أربع ركعات أو ست ركعات
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৮৫২
নামাযের অধ্যায়
পাঁচ ওয়াক্ত ও জুমুআ সংশ্লিষ্ট নিয়মিত সুন্নত সালাতসমূহ
(৮৫২) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ফজরের দুই রাকআত সুন্নত সালাত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছু থেকে উত্তম।
كتاب الصلاة
عن عائشة رضي الله عنها مرفوعا: ركعتا الفجر خير من الدنيا وما فيها
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৮৫৩
নামাযের অধ্যায়
পাঁচ ওয়াক্ত ও জুমুআ সংশ্লিষ্ট নিয়মিত সুন্নত সালাতসমূহ
(৮৫৩) তাবিয়ি আবু আব্দুর রহমান সুলামি (৭০ হি.) বলেন, আব্দুল্লাহ ইবন মাসউদ রা. আমাদেরকে নির্দেশ দিতেন যে, আমরা জুমুআর আগে চার রাকআত এবং পরে চার রাকআত আদায় করব ।
كتاب الصلاة
عن أبي عبد الرحمن السلمي قال: كان عبد الله يأمرنا أن نصلي قبل الجمعة أربعاً وبعدها أربعاً
হাদীস নং: ৮৫৪
নামাযের অধ্যায়
পাঁচ ওয়াক্ত ও জুমুআ সংশ্লিষ্ট নিয়মিত সুন্নত সালাতসমূহ
(৮৫৪) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের কেউ যখন জুমুআর সালাত আদায় করবে, তখন যেন সে তার পরে চার রাকআত সালাত আদায় করে।
كتاب الصلاة
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: إذا صلى أحدكم الجمعة فليصل بعدها أربعا
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৮৫৫
নামাযের অধ্যায়
পাঁচ ওয়াক্ত ও জুমুআ সংশ্লিষ্ট নিয়মিত সুন্নত সালাতসমূহ
(৮৫৫) আলী রা. বলেন, যদি কেউ জুমুআর পরে সালাত আদায় করে, তবে সে যেন ছয় রাকআত সালাত আদায় করে।
كتاب الصلاة
عن علي رضي الله عنه: من كان مصلياً بعد الجمعة فليصل ستا
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৮৫৬
নামাযের অধ্যায়
পাঁচ ওয়াক্ত ও জুমুআ সংশ্লিষ্ট নিয়মিত সুন্নত সালাতসমূহ
(৮৫৬) ইবন উমার রা. থেকে বর্ণিত, তিনি জুমুআর সালাতের পূর্বে চার রাকআত সালাত আদায় করতেন সেগুলোর মাঝে সালাম বলে ভাগ করতেন না। (একত্রে চার রাকআত আদায় করতেন, দুই রাকআত করে নয়)। এরপর তিনি জুমুআর সালাতের পরে দুই রাকআত এবং তারপর চার রাকআত সালাত আদায় করতেন।
كتاب الصلاة
عن ابن عمر رضي الله عنهما أنه كان يصلي قبل الجمعة أربعا لا يفصل بينهن بسلام ثم بعد الجمعة ركعتين ثم أربعا