ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ৯৫৩
নামাযের অধ্যায়
জুমুআর দিনের মাসনূন-মুসতাহাব কর্মসমূহ
(৯৫৩) সালমান ফারসি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি জুমুআর দিনে গোসল করবে, যা দিয়ে সম্ভব পবিত্র-পরিচ্ছন্ন হবে, অতঃপর তেল মাখবে বা আতর-খোশবু ব্যবহার করবে, মসজিদে গমন করবে, মসজিদে গিয়ে কোনো দুই ব্যক্তিকে পৃথক করবে না, তার ভাগ্য ও তাওফীক অনুসারে সুন্নত নফল সালাত আদায় করবে এবং তারপর যখন ইমাম [খুতবার জন্য] বেরিয়ে আসবেন তখন সে নীরবে [খুতবা শ্রবণে] মনোযোগ দিবে সেই ব্যক্তির ওই জুমুআ ও পূর্ববর্তী জুমুআর মধ্যবর্তী পাপরাশি ক্ষমা করা হবে।
كتاب الصلاة
عن سلمان رضي الله عنه مرفوعا: من اغتسل يوم الجمعة وتطهر بما استطاع من طهر ثم ادهن أو مس من طيب ثم راح فلم يفرق بين اثنين فصلى ما كتب له ثم إذا خرج الإمام أنصت غفر له ما بينه وبين الجمعة الأخرى
তাহকীক:
হাদীস নং: ৯৫৪
নামাযের অধ্যায়
জুমুআর দিনের মাসনূন-মুসতাহাব কর্মসমূহ
(৯৫৪) জাবির রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) দুই ঈদের দিন এবং জুমুআর দিনে তাঁর লাল চাদরটি পরিধান করতেন।
كتاب الصلاة
عن جابر رضي الله عنه مرفوعا: كان يلبس بردة الأحمر في العيدين والجمعة
তাহকীক: