ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ১০০৪
নামাযের অধ্যায়
ওযরের কারণে মসজিদের মধ্যে সালাতুল ঈদ আদায়
(১০০৪) আবু ইসহাক থেকে বর্ণিত, আলী রা. একব্যক্তিকে নির্দেশ প্রদান করেন, ঈদের দিনে দুর্বল মানুষদের নিয়ে মসজিদের মধ্যে দুই রাকআত সালাত আদায় করতে।
كتاب الصلاة
عن أبي إسحاق أن عليا رضي الله عنه أمر رجلا يصلي بضعفة الناس في المسجد ركعتين
তাহকীক:
হাদীস নং: ১০০৫
নামাযের অধ্যায়
ওযরের কারণে মসজিদের মধ্যে সালাতুল ঈদ আদায়
(১০০৫) আবু হুরাইরা রা. বলেন, এক ঈদের দিনে বৃষ্টিপাত হয়। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাদেরকে নিয়ে মসজিদে সালাতুল ঈদ আদায় করেন।
كتاب الصلاة
عن أبي هريرة رضي الله عنه: أنهم أصابهم مطر في يوم عيد فصلى بهم النبي صلى الله عليه وسلم العيد في المسجد
তাহকীক: