ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১০০৬
নামাযের অধ্যায়
সালাতুল ঈদের পদ্ধতি
(১০০৬) আলকামা এবং আসওয়াদ দুই তাবিয়ি বলেন, আব্দুল্লাহ ইবন মাসউদ রা. বসে ছিলেন। তার কাছে ছিলেন হুযাইফা রা. এবং আবু মুসা আশআরি রা.। (কুফার প্রশাসক সাহাবি) সায়ীদ ইবনুল আস রা. তাদেরকে সালাতুল ঈদের তাকবীরের বিষয়ে জিজ্ঞাসা করেন। তখন হুযাইফা রা. বলেন, আবু মুসা আশআরি রা.কে জিজ্ঞাসা করুন। আশআরি রা. বলেন, আব্দুল্লাহ রা.কে জিজ্ঞাসা করুন, কারণ তিনি আমাদের মধ্যে সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে জ্ঞানী। তখন ইবন মাসউদ রা. বলেন, চারটি তাকবীর বলবে । এরপর কুরআন পাঠ করবে। এরপর তাকবীর বলে রুকু করবে। এরপর দ্বিতীয় রাকআতে দাঁড়িয়ে কুরআন পাঠ করবে। এরপর কুরআন পাঠের পরে চারবার তাকবীর বলবে।
كتاب الصلاة
عن علقمة والأسود قال: كان ابن مسعود جالسا وعنده حذيفة وأبو موسى الأشعري فسألهم سعيد بن العاص رضي الله عنهم عن التكبير في صلاة العيد فقال حذيفة: سل الأشعري فقال الأشعري: سل عبد الله فإنه أقدمنا واعلمنا فسأله فقال ابن مسعود: يكبر أربعا ثم يقرأ ثم يكبر فيقوم في الثانية فيقرأ ثم يكبر أربعا بعد القراءة
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১০০৭
নামাযের অধ্যায়
সালাতুল ঈদের পদ্ধতি
(১০০৭) আব্দুল্লাহ ইবন মাসউদ রা. বলেন, দুই ঈদের তাকবীর ৪ বার করে, ঠিক মৃতের উপর (জানাযার) সালাতের মতো।
كتاب الصلاة
عن عبد الله رضي الله عنه قال: التكبير في العيدين أربع كالصلاة على الميت
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১০০৮
নামাযের অধ্যায়
সালাতুল ঈদের পদ্ধতি
(১০০৮) রাসূলুল্লাহ (ﷺ) এর জনৈক সাহাবি বলেন, নবীজি (ﷺ) ঈদের দিনে আমাদের নিয়ে সালাত আদায় করলেন। তখন তিনি ৪ বার এবং ৪ বার তাকবীর বললেন। এরপর সালাত শেষে আমাদের দিকে তাঁর চেহারা মুবারক ফিরিয়ে আমাদেরকে লক্ষ্য করে বললেন, 'তোমরা ভুলে যেয়ো না, জানাযার তাকবীরের মতো।' এই বলে তিনি তাঁর আঙ্গুলগুলো (৪ আঙ্গুল) দিয়ে ইশারা করলেন এবং তাঁর বৃদ্ধাঙ্গুলো গুটিয়ে রাখলেন।
كتاب الصلاة
عن بعض أصحاب رسول الله صلى الله عليه وسلم قال: صلى بنا النبي صلى الله عليه وسلم يوم عيد فكبر أربعا وأربعا ثم أقبل علينا بوجهه حين انصرف قال: لا تنسوا كتكبير الجنائز وأشار بأصابعه وقبض إبهامه
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১০০৯
নামাযের অধ্যায়
সালাতুল ঈদের পদ্ধতি
(১০০৯) তাবিয়ি নাফি’ বলেন, আমি আবু হুরাইরা রা.র সাথে ঈদুল ফিতর ও ঈদুল আযহার সালাত আদায় করেছি। তিনি প্রথম রাকআতে কিরাআতের অর্থাৎ কুরআন পাঠের পূর্বে ৭ তাকবীর ও দ্বিতীয় রাকআতে কুরআন পাঠের পূর্বে ৫ তাকবীর বলেন।
كتاب الصلاة
عن نافع قال: شهدت الأضحى والفطر مع أبي هريرة فكبر في الركعة الأولى سبع تكبيرات قبل القراءة وفي الآخرة خمس تكبيرات قبل القراءة
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১০১০
নামাযের অধ্যায়
সালাতুল ঈদের পদ্ধতি
(১০১০) উমার রা. থেকে বর্ণিত, তিনি (ঈদের সালাতের) তাকবীরগুলোতে দুইহাত উঠাতেন।
كتاب الصلاة
عن عمر رضي الله عنه أنه كان يرفع يديه في التكبيرات
tahqiq

তাহকীক: