ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৯ টি
হাদীস নং: ১০৩৫
নামাযের অধ্যায়
ইসতিসকা বা বৃষ্টি প্রার্থনার দুআসমূহ
(১০৩৫) আনাস রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বৃষ্টি প্রার্থনার দুআয় বলেন, 'হে আল্লাহ, আমাদেরকে পানি দান করুন। হে আল্লাহ, আমাদেরকে পানি দান করুন। হে আল্লাহ, আমাদেরকে পানি দান করুন'।
كتاب الصلاة
عن أنس بن مالك رضي الله عنه في دعاء استسقائه صلى الله عليه وسلم: اللهم اسقنا اللهم اسقنا اللهم اسقنا
তাহকীক:
হাদীস নং: ১০৩৬
নামাযের অধ্যায়
ইসতিসকা বা বৃষ্টি প্রার্থনার দুআসমূহ
(১০৩৬) আনাস রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বৃষ্টি প্রার্থনার দুআয় বলেন, ‘হে আল্লাহ, আমাদেরকে ত্রাণ করুন । হে আল্লাহ, আমাদেরকে ত্রাণ করুন' । হে আল্লাহ, আমাদেরকে ত্রাণ করুন'।
كتاب الصلاة
عن أنس بن مالك رضي الله عنه في دعاء استسقائه صلى الله عليه وسلم: اللهم أغثنا اللهم أغثنا اللهم أغثنا
তাহকীক:
হাদীস নং: ১০৩৭
নামাযের অধ্যায়
ইসতিসকা বা বৃষ্টি প্রার্থনার দুআসমূহ
(১০৩৭) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) প্রথমে তাকবীর (আল্লাহু আকবার) বলেন এবং আল্লাহর প্রশংসা করেন।... এরপর বলেন, ‘প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহরই প্রাপ্য, যিনি দয়াময়, পরম দয়ালু । কর্মফল দিবসের মালিক । আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নেই। তিনি যা ইচ্ছা করেন তা করেন। হে আল্লাহ, আপনিই আল্লাহ । আপনি ছাড়া কোনো মা'বুদ নেই । আপনি অভাবমুক্ত অমুখাপেক্ষী এবং আমরা অভাবী মুখাপেক্ষী । আপনি আমাদের উপর বৃষ্টি অবতীর্ণ করুন এবং আপনি যা অবতীর্ণ করবেন তাকে আমাদের জন্য শক্তি ও সময় পর্যন্ত পৌঁছানোর পাথেয় বানিয়ে দিন'। অতঃপর তিনি তাঁর দুইহাত উঠাতেন, এমনকি তাঁর দুই বগলের শুভ্রতা দেখা যেত।
كتاب الصلاة
عن عائشة رضي الله عنها مرفوعا: كبر وحمد الله ثم قال: الحمد لله رب العالمين الرحمن الرحيم ملك يوم الدين لا إله إلا الله يفعل ما يريد اللهم أنت الله لا إله إلا أنت أنت الغني ونحن الفقراء أنزل علينا الغيث واجعل ما أنزلت لنا قوة وبلاغا إلى حين. ثم رفع يديه فلم يزل في الرفع حتى بدا بياض
তাহকীক:
হাদীস নং: ১০৩৮
নামাযের অধ্যায়
ইসতিসকা বা বৃষ্টি প্রার্থনার দুআসমূহ
(১০৩৮) জাবির রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বৃষ্টি প্রার্থনার দুআয় বলেন, 'হে আল্লাহ, আমাদেরকে ত্রাণকারী, আনন্দময়, উপকারী, ক্ষতিহীন, দ্রুত ও অবিলম্বিত প্রবল বৃষ্টি দান করুন'।
كتاب الصلاة
عن جابر بن عبد الله رضي الله عنه مرفوعا: اللهم اسقنا غيثا مغيثا مريئا مريعا نافعا غير ضار عاجلا غير آجل
তাহকীক:
হাদীস নং: ১০৩৯
নামাযের অধ্যায়
ইসতিসকা বা বৃষ্টি প্রার্থনার দুআসমূহ
(১০৩৯) আমর ইবন শুআইব তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বৃষ্টি প্রার্থনার দুআয় বলতেন, 'হে আল্লাহ, আপনি আপনার বান্দাদেরকে ও আপনার সৃষ্টি পশুপাখিকে বৃষ্টি দান করুন, আপনি আপনার রহমত ছড়িয়ে দিন এবং আপনি আপনার মৃত জমিন জীবিত করুন’
كتاب الصلاة
عن عمرو بن شعيب عن أبيه عن جده قال: كان رسول الله صلى الله عليه وسلم إذا استسقى قال: اللهم اسق عبادك وبهائمك وانشر رحمتك وأحي بلدك الميت
তাহকীক:
হাদীস নং: ১০৪০
নামাযের অধ্যায়
ইসতিসকা বা বৃষ্টি প্রার্থনার দুআসমূহ
(১০৪০) জা'ফর ইবন আমর তার পিতা থেকে, তার দাদা থেকে বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বৃষ্টি প্রার্থনার দুআয় বলেন, 'হে আল্লাহ, আপনি আমাদের জমিনের উপরে তার সৌন্দর্য ও তার প্রশান্তি অবতীর্ণ করুন। আমাদের পাহাড়গুলো রোদ্রতপ্ত হয়ে গিয়েছে, যমিন সবুজহীন ধূলিধূসরিত হয়ে গিয়েছে এবং আমাদের জীবজানোয়ারগুলো পিপাসার্ত হয়ে গিয়েছে । হে কল্যাণ প্রেরণকারী কল্যাণের স্থান থেকে, হে রহমত নাযিলকারী রহমতের খনি থেকে, হে বরকত প্রবাহকারী বরকত গ্রহীতাদের উপরে ত্রাণকারী বৃষ্টির মাধ্যমে, আপনার নিকটেই ক্ষমা প্রার্থনা করা হয় এবং আপনিই মহান ক্ষমাকারী, আমরা আমাদের কঠিন পাপগুলো থেকে আপনার নিকট ক্ষমা প্রার্থনা করছি এবং আমাদের সকল অন্যায় থেকে আপনার নিকট তাওবা করছি। হে আল্লাহ, আসমান থেকে আমাদের জন্য প্রবল বারিধারা প্রেরণ করুন এবং আপনার আরশের নিচ থেকে প্রবল বৃষ্টি দিয়ে তা সংযুক্ত করুন, যা আমাদের কল্যাণ করবে, আমাদের কাছে আসবে সাধারণ, সর্বব্যাপী, পরিতৃপ্তকারী, যমিন আবৃত্তকারী, বড় বড় ফোটায়, ভূমির উর্বরতা বৃদ্ধিকারী, চারণভূমি গাছপালা-তরুলতায় পূর্ণকারী প্রবল বারিধারা রূপে।
كتاب الصلاة
عن جعفر بن عمرو بن حريث عن أبيه عن جده مرفوعا: اللهم أنزل على أرضنا زينتها وسكنها اللهم ضاحت جبالنا واغبرت أرضنا وهامت دوابنا معطي الخيرات من أماكنها ومنزل الرحمة من معادنها ومجري البركات على أهلها بالغيث المغيث أنت المستغفر الغفار فنستغفرك للحامات من ذنوبنا ونتوب إليك من عوام خطايانا اللهم فأرسل السماء علينا مدرارا واصل بالغيث واكف من تحت عرشك حيث ينفعنا ويعود علينا غيثا عاما طبقا غبقا مجللا غدقا خصبا راتعا ممرع النبات
তাহকীক:
হাদীস নং: ১০৪১
নামাযের অধ্যায়
ইসতিসকা বা বৃষ্টি প্রার্থনার দুআসমূহ
(১০৪১) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মেঘকে আসতে দেখলে বলতেন, 'হে আল্লাহ, আমরা এই মেঘমালা যে অকল্যাণসহ প্রেরিত হয়েছে তা থেকে আপনার আশ্রয় গ্রহণ করছি। ...হে আল্লাহ একে উপকারী প্রবাহিত কল্যাণময় অনুদানে পরিণত করুন'। তিনি একথা দুইবার বা তিনবার বলতেন।
كتاب الصلاة
عن عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم كان إذا رأى سحابا مقبلا يقول: اللهم إنا نعوذ بك من شر ما أرسل به... اللهم سيبا نافعا مرتين أو ثلاثة
তাহকীক:
হাদীস নং: ১০৪২
নামাযের অধ্যায়
ইসতিসকা বা বৃষ্টি প্রার্থনার দুআসমূহ
(১০৪২) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন বৃষ্টি দেখতেন তখন বলতেন, 'হে আল্লাহ, একে প্রবল কল্যাণময় বারিপাতে পরিণত করুন’ ।
كتاب الصلاة
عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم كان إذا رأى المطر يقول: اللهم صيبا نافعا
তাহকীক:
হাদীস নং: ১০৪৩
নামাযের অধ্যায়
ইসতিসকা বা বৃষ্টি প্রার্থনার দুআসমূহ
(১০৪৩) আব্দুল্লাহ ইবন উমার রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) যখন বিদ্যুৎ চমকানো বা বজ্রপাতের শব্দ শুনতেন তখন বলতেন, 'হে আল্লাহ, আমাদেরকে আপনার ক্রোধ দ্বারা ধ্বংস হত্যা করবেন না এবং আমাদেরকে আপনার শাস্তি দ্বারা ধ্বংস করবেন না। আর তার পূর্বেই আমাদেরকে ক্ষমা ও নিরাপত্তা দান করুন'।
كتاب الصلاة
عن عبد الله بن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم كان إذا سمع صوت الرعد والصواعق يقول: اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك
তাহকীক: