ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ১০৮০
নামাযের অধ্যায়
মৃত্যুপথযাত্রীকে কালিমা পড়ানো
(১০৮০) আবু হুরাইরা রা. এবং আবু সায়ীদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা তোমাদের মৃতদেরকে (মুত্যুপথযাত্রীদেরকে) 'লা ইলাহা ইল্লাল্লাহ' পড়াবে।
كتاب الصلاة
عن أبي هريرة وأبي سعيد رضي الله عنهما مرفوعا: لقنوا موتاكم لا إله إلا الله
তাহকীক:
হাদীস নং: ১০৮১
নামাযের অধ্যায়
মৃত্যুপথযাত্রীকে কালিমা পড়ানো
(১০৮১) মা'কিল ইবন ইয়াসার রা বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা তোমাদের মৃতদের (মৃত্যুপথযাত্রীদের) উপর সূরা ইয়াসীন পাঠ করবে ।
كتاب الصلاة
عن معقل بن يسار رضي الله عنه مرفوعا: إقرءوا يس على موتاكم
তাহকীক: