ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১১০৪
নামাযের অধ্যায়
হজ্জ-উমরার ইহরাম অবস্থায় মৃতুবরণ করলে
(১১০৪) আয়িশা রা.কে প্রশ্ন করা হয়, ইহরাম অবস্থায় কেউ মৃত্যুবরণ করলে তার বিধান কী? তিনি বলেন, তোমাদের মৃতদের জন্য তোমরা যা কিছু কর ইহরাম অবস্থায় মৃতবরণকারীর জন্যও তা করবে ।
كتاب الصلاة
عن عائشة رضي الله عنها أنها سئلت عن المحرم يموت فقالت: اصنعوا به كما تصنعون موتاكم
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১১০৫
নামাযের অধ্যায়
হজ্জ-উমরার ইহরাম অবস্থায় মৃতুবরণ করলে
(১১০৫) আব্দুল্লাহ ইবন উমার রা. থেকে বর্ণিত, তার একপুত্র ইহরাম অবস্থায় মৃত্যুবরণ করে। তিনি তাকে কাফনাবৃত করার সময় তার মাথা ও মুখ আবৃত করেন ।
كتاب الصلاة
عن عبد الله بن عمر رضي الله عنهما أنه كفن ابنه ومات محرما وخمر رأسه ووجهه
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১১০৬
নামাযের অধ্যায়
হজ্জ-উমরার ইহরাম অবস্থায় মৃতুবরণ করলে
(১১০৬) ইবন আব্বাস রা. বলেন, বিদায় হজ্জের সময় একব্যক্তি ইহরাম অবস্থায় মৃত্যুবরণ করেন। তার কাফনের বিষয়ে রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তোমরা তাকে পানি ও বদরি গাছের পাতা দিয়ে গোসল করাও, তাকে দুইটি কাপড়ে কাফনাবৃত করো, তাকে তোমরা সুগন্ধ মাখাবে না এবং তোমরা তার মাথা আবৃত করবে না; কারণ সে কিয়ামতের দিন তালবিয়া পাঠ করতে করতে উঠবে ।
كتاب الصلاة
عن ابن عباس رضي الله عنهما مرفوعا في كفن المحرم: اغسلوه بماء وسدر وكفنوه في ثوبين ولا تحنطوه ولا تخمروا رأسه فإنه يبعث يوم القيامة ملبيا