ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ১১০৭
নামাযের অধ্যায়
কারো অমুসলিম আত্মীয় মারা গেলে
(১১০৭) আলী রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কে যখন আবু তালিবের মৃত্যুর সংবাদ দেওয়া হল তিনি তখন কেঁদে ফেলেন । অতঃপর তিনি আমাকে বলেন, তুমি যাও তাকে গোসল দাও, কাফন পরাও এবং মাটির অভ্যন্তরে রেখে এসো । আলী রা. বলেন, তখন আমি তা করলাম।
كتاب الصلاة
عن علي رضي الله عنه قال: لما أخبر رسول الله صلى الله عليه وسلم يموت أبي طالب فبكى ثم قال لي: إذهب فاغسله وكفنه وواره قال: ففعلت
তাহকীক:
হাদীস নং: ১১০৮
নামাযের অধ্যায়
কারো অমুসলিম আত্মীয় মারা গেলে
(১১০৮) ইবন আব্বাস রা. থেকে বর্ণিত, একজন খ্রিস্টান ব্যক্তি মৃত্যুবরণ করলে ওই ব্যক্তির মুসলিম পুত্রকে ইবন আব্বাস রা. বলেন, তুমি তাকে গোসল করাও, কাফন পরাও, সুগন্ধি মাখাও ও কবরস্থ করো।
كتاب الصلاة
عن ابن عباس رضي الله عنهما في النصراني مات قال لابنه المسلم: إغسله وكفنه وحنطة ثم ادفنه
তাহকীক: