ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১২ টি
হাদীস নং: ১১১২
নামাযের অধ্যায়
সালাতুল জানাযার বিস্তারিত পদ্ধতি
(১১১২) জাবির রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) নাজাশি আসহামার সালাতুল জানাযা আদায় করেন, তখন তিনি চারবার তাকবীর (আল্লাহু আকবার) বলেন।
كتاب الصلاة
عن جابر رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم صلى على أصحمة النجاشي فكبر أربعا
তাহকীক:
হাদীস নং: ১১১৩
নামাযের অধ্যায়
সালাতুল জানাযার বিস্তারিত পদ্ধতি
(১১১৩) আবু হুরাইরা রা. বলেন, (ইথিওপিয়ার শাসক) নাজাশি যেদিন মৃত্যুবরণ করেন, সেইদিনেই রাসূলুল্লাহ (ﷺ) তার মৃত্যুর সংবাদ ঘোষণা করেন এবং সাহাবিগণকে নিয়ে সালাতের মাঠে চলে যান। সেখানে তিনি তাদেরকে কাতারবদ্ধ করেন এবং তার জন্য চারবার তাকবীর বলেন।
كتاب الصلاة
عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم نعى النجاشي في اليوم الذي مات فيه وخرج بهم إلى المصلى فصف بهم وكبر عليه أربع تكبيرات
তাহকীক:
হাদীস নং: ১১১৪
নামাযের অধ্যায়
সালাতুল জানাযার বিস্তারিত পদ্ধতি
(১১১৪) ইমরান ইবন হুসাইন রা. থেকে এই ঘটনা বর্ণিত হয়েছে, যাতে তিনি আরো বলেন, 'আমরা ভাবছিলাম যে, মৃতদেহ যেন রাসূলুল্লাহ (ﷺ) এর সামনেই রয়েছে'।
كتاب الصلاة
عن عمران بن حصين نحوه وفيه: وما نحسب الجنازة إلا موضوعة بين يديه
তাহকীক:
হাদীস নং: ১১১৫
নামাযের অধ্যায়
সালাতুল জানাযার বিস্তারিত পদ্ধতি
(১১১৫) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এক মৃতদেহের উপর সালাত আদায় করেন। তখন তিনি প্রথম তাকবীরে তাঁর দুইহাত উঠান এবং ডান হাতকে বাম হাতের উপরে রাখেন।
كتاب الصلاة
عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم كبر على جنازة فرفع يديه في أول تكبيرة ووضع اليمنى على اليسرى
তাহকীক:
হাদীস নং: ১১১৬
নামাযের অধ্যায়
সালাতুল জানাযার বিস্তারিত পদ্ধতি
(১১১৬) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) জানাযার সালাতের প্রথম তাকবীরে তাঁর দুইহাত উঠাতেন, এরপর পুনরায় আর হাত উঠাতেন না।
كتاب الصلاة
عن ابن عباس رضي الله عنهما مرفوعا: كان يرفع يديه على الجنازة في أول تكبيرة ثم لا يعود
তাহকীক:
হাদীস নং: ১১১৭
নামাযের অধ্যায়
সালাতুল জানাযার বিস্তারিত পদ্ধতি
(১১১৭) ইবন উমার রা. থেকে বর্ণিত, তিনি জানাযার সালাতে প্রত্যেক তাকবীরে হাত উঠাতেন।
كتاب الصلاة
عن ابن عمر رضي الله عنهما أنه كان يرفع يديه في كل تكبيرة على الجنازة
তাহকীক:
হাদীস নং: ১১১৮
নামাযের অধ্যায়
সালাতুল জানাযার বিস্তারিত পদ্ধতি
(১১১৮) ফাদালাহ ইবন উবাইদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) একব্যক্তিকে দেখেন যে, সে সালাতের মধ্যে দুআ করছে, কিন্তু দুআর আগে আল্লাহর মর্যাদা বর্ণনা ও দরুদ পাঠ করে নি। তখন তিনি বলেন, লোকটি তাড়াহুড়ো করেছে । এরপর তিনি বলেন, যখন তোমাদের কেউ সালাত আদায় করবে তখন তার প্রভুর মর্যাদা বর্ণনা দিয়ে শুরু করবে এবং তাঁর প্রশংসা ও গুণ বর্ণনা করবে । এরপর নবী (ﷺ) এর উপর সালাত পাঠ করবে। এরপর তার ইচ্ছামতো দুআ চাইবে।
كتاب الصلاة
عن فضالة بن عبيد رضي الله عنه سمع رسول الله صلى الله عليه وسلم رجلا يدعو في صلاته لم يمجد الله تعالى ولم يصل على النبي صلى الله عليه وسلم فقال رسول الله صلى الله عليه وسلم عجل هذا ثم... قال... إذا صلى أحدكم فليبدأ بتمجيد ربه والثناء عليه ثم يصلي على النبي صلى الله عليه وسلم ثم يدعو بعد بما شاء
তাহকীক:
হাদীস নং: ১১১৯
নামাযের অধ্যায়
সালাতুল জানাযার বিস্তারিত পদ্ধতি
(১১১৯) আবু উমামা ইবন সাহল ইবন হানীফ রা. বলেন, সালাতুল জানাযার সুন্নত পদ্ধতি এই যে, প্রথমে 'আল্লাহু আকবার' বলবে অতঃপর সূরা ফাতিহা পাঠ করবে। এরপর নবী (ﷺ) এর উপর সালাত পাঠ করবে। এরপর মৃতের জন্য মন দিয়ে দুআ করবে। প্রথম তাকবীরের পরে ছাড়া কুরআন পাঠ করবে না।
كتاب الصلاة
عن أبي أمامة بن سهل بن حنيف رضي الله عنه قال: السنة في الصلاة على الجنازة أن يكبر ثم يقرأ بأم القرآن ثم يصلي على النبي صلى الله عليه وسلم ثم يخلص الدعاء للميت ولا يقرأ إلا في الأولى
তাহকীক:
হাদীস নং: ১১২০
নামাযের অধ্যায়
সালাতুল জানাযার বিস্তারিত পদ্ধতি
(১১২০) আবু উমামা ইবন সাহল ইবন হানীফ রা. বলেন, সালাতুল জানাযার সুন্নত পদ্ধতি হল, প্রথম তাকবীরের পরে চুপেচুপে সূরা ফাতিহা পাঠ করবে। অতঃপর তিনবার 'আল্লাহু আকবার' বলবে। শেষ তাকবীরের সাথে সালাম বলবে।
كتاب الصلاة
عن أبي أمامة رضي الله عنه أنه قال: السنة في الصلاة على الجنازة أن يقرأ في التكبيرة الأولى بأم القرآن مخافتة ثم يكبر ثلاثا والتسليم عند الآخرة
তাহকীক:
হাদীস নং: ১১২১
নামাযের অধ্যায়
সালাতুল জানাযার বিস্তারিত পদ্ধতি
(১১২১) নাফি’ বলেন, আব্দুল্লাহ ইবন উমার রা. সালাতুল জানাযার মধ্যে কোনো প্রকার কুরআন পাঠ করতেন না।
كتاب الصلاة
عن نافع أن عبد الله بن عمر رضي الله عنه كان لا يقرأ في الصلاة على الجنازة
তাহকীক:
হাদীস নং: ১১২২
নামাযের অধ্যায়
সালাতুল জানাযার বিস্তারিত পদ্ধতি
(১১২২) আবু ইবরাহীম আনসারি তার পিতা থেকে বলেন, তিনি রাসূলুল্লাহ (ﷺ) কে সালাতুল জানাযায় বলতে শুনেছেন, 'হে আল্লাহ, আপনি ক্ষমা করুন আমাদের জীবিতদেরকে এবং আমাদের মৃতদেরকে এবং আমাদের উপস্থিতদেরকে এবং আমাদের অনুপস্থিতদেরকে এবং আমাদের পুরুষদেরকে এবং আমাদের নারীদেরকে এবং আমাদের ছোটদেরকে এবং আমাদের বড়দেরকে।
كتاب الصلاة
عن أبي إبراهيم الأنصاري عن أبيه أنه سمع النبي صلى الله عليه وسلم يقول في الصلاة على الميت: اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وذكرنا وأنثانا وصغيرنا وكبيرنا... من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان... اللهم لا تحرمنا أجره ولا تضلنا بعده
তাহকীক:
হাদীস নং: ১১২৩
নামাযের অধ্যায়
সালাতুল জানাযার বিস্তারিত পদ্ধতি
(১১২৩) আউফ ইবন মালিক রা. বলেন, তিনি রাসূলুল্লাহ (ﷺ) থেকে জানাযার দুআ মুখস্থ করেছেন, 'হে আল্লাহ, তার গোনাহ মাফ করুন, তাকে রহমত করুন, তাকে নিরাপত্তা দান করুন, তাকে ক্ষমা করুন, তার মেহমানদারি সম্মানিত করুন, তার প্রবেশস্থান প্রশস্ত করুন, তাকে পানি, বরফ ও আসমানের বরফ দিয়ে ধৌত করুন, তাকে পাপ থেকে পরিষ্কার করুন, যেমন সাদাশুভ্র কাপড়কে আপনি পরিষ্কার করেছেন, তাকে তার বাড়ির পরিবর্তে উত্তম বাড়ি দান করুন, তাকে তার পরিজনের বদলে উত্তম পরিজন দান করুন, তাকে তার দাম্পত্য সঙ্গীর পরিবর্তে উত্তম দাম্পত্য সঙ্গী দান করুন, তাকে জান্নাতে প্রবেশ করান, তাকে কবরের শাস্তি ও জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন'।
كتاب الصلاة
عن عوف بن مالك رضي الله عنه أنه حفظ من دعائه صلى الله عليه وسلم على جنازة: اللهم اغفر له وارحمه وعافه واعف عنه وأكرم نزله ووسع مدخله واغسله بالماء والثلج والبرد ونقه من الخطايا كما نقيت الثوب الأبيض من الدنس وأبدله دارا خيرا من داره وأهلا خيرا من أهله وزوجا خيرا من زوجه وأدخله الجنة وأعذه من عذاب القبر ومن عذاب النار
তাহকীক: