ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
হাদীস নং: ১১০৯
নামাযের অধ্যায়
জানাযার সালাতের মর্যাদা
(১১০৯) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে কোনো মৃতের জন্য যদি একদল মানুষ সালাত আদায় করে, যাদের সংখ্যা ১০০ পর্যন্ত পৌঁছায়, তারা সকলেই তার জন্য শাফাআত (সুপারিশ) করে, তাহলে তার বিষয়ে তাদের সুপারিশ কবুল করা হবে।
كتاب الصلاة
عن عائشة رضي الله عنها مرفوعا: ما من ميت تصلي عليه أمة من المسلمين يبلغون مائة كلهم يشفعون له إلا شفعوا فيه
তাহকীক:
হাদীস নং: ১১১০
নামাযের অধ্যায়
জানাযার সালাতের মর্যাদা
(১১১০) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কোনো মুসলিম মৃত্যুবরণ করে, অতঃপর তার মৃতদেহের সামনে (সালাতুল জানাযা আদায়ের জন্য) ৪০ জন এমন ব্যক্তি দাঁড়ায় যারা আল্লাহর সাথে কোনো শিরকে লিপ্ত নয়, তাহলে তার বিষয়ে তাদের সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন।
كتاب الصلاة
عن ابن عباس رضي الله عنهما مرفوعا: ما من رجل مسلم يموت فيقوم على جنازته أربعون رجلا لا يشركون بالله شيئا إلا شفعهم الله فيه
তাহকীক:
হাদীস নং: ১১১১
নামাযের অধ্যায়
জানাযার সালাতের মর্যাদা
(১১১১) মালিক ইবন হুবাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কোনো মুসলিম মৃত্যুবরণ করে, অতঃপর তিন সারি মুসলিম তার জন্য সালাত আদায় করে তাহলে তার প্রাপ্য হয়ে যাবে (জান্নাত ও পুরস্কার)।
كتاب الصلاة
عن مالك بن هبيرة رضي الله عنه مرفوعا: ما من مسلم يموت فيصلي عليه ثلاثة صفوف من المسلمين إلا أوجب
তাহকীক: