ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৫. রোযার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১২৯৯
রোযার অধ্যায়
সিয়াম অবস্থায় স্বপ্নস্খলন ও রক্তপাত বা রক্তমোক্ষণ করা
(১২৯৯) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইহরাম অবস্থায় রক্তমোক্ষণ করান এবং তিনি সিয়ামরত অবস্থায় রক্তমোক্ষণ করান।
كتاب الصيام
عن ابن عباس رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم احتجم وهو محرم واحتجم وهو صائم
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৩০০
রোযার অধ্যায়
সিয়াম অবস্থায় স্বপ্নস্খলন ও রক্তপাত বা রক্তমোক্ষণ করা
(১৩০০) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তিনটি বিষয় সিয়াম পালনকারীর সিয়াম ভাঙ্গবে না: বমি, রক্তমোক্ষণ এবং স্বপ্নস্খলন।
كتاب الصيام
عن ابن عباس رضي الله عنهما مرفوعا: ثلاثة لا يفطرن الصائم: القيء والحجامة والاحتلام
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৩০১
রোযার অধ্যায়
সিয়াম অবস্থায় স্বপ্নস্খলন ও রক্তপাত বা রক্তমোক্ষণ করা
(১৩০১) আনাস ইবন মালিক রা. বলেন, সর্বপ্রথম আমি সিয়ামরত অবস্থায় রক্তমোক্ষণ অপছন্দ করতাম; কারণ জা'ফর ইবন আবী তালিব রক্তমোক্ষণ সিয়ামরত অবস্থায় করান। তখন নবী (ﷺ) তার নিকট দিয়ে গমন করেন। তিনি বলেন, এরা দুইজন (রক্তমোক্ষণকারী এবং রক্তমোক্ষণকৃত) সিয়াম ভেঙ্গে ফেলেছে। এরপর নবী (ﷺ) পরবর্তীতে সিয়াম পালনকারীর জন্য রক্তমোক্ষণের অনুমতি প্রদান করেন। আনাস রা. সিয়াম পালনরত অবস্থায় রক্তমোক্ষণ করাতেন।
كتاب الصيام
عن أنس بن مالك رضي الله عنه قال: أول ما كرهت الحجامة للصائم أن جعفر بن أبي طالب إحتجم وهو صائم فمر به النبي صلى الله عليه وسلم فقال: أفطر هذان ثم رخص النبي صلى الله عليه وسلم بعد في الحجامة للصائم وكان أنس يحتجم وهو صائم
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৩০২
রোযার অধ্যায়
সিয়াম অবস্থায় স্বপ্নস্খলন ও রক্তপাত বা রক্তমোক্ষণ করা
(১৩০২) তাবিয়ি সাবিত বুনানি বলেন, আনাস ইবন মালিক রা.কে জিজ্ঞাসা করা হয়, (রাসূলুল্লাহ (ﷺ) এর যুগে) আপনারা কি সিয়ামরত অবস্থায় রক্তমোক্ষণ করা অপছন্দ করতেন। তিনি বলেন, না, কিন্তু দূর্বলতার কারণে (দুর্বলতা সৃষ্টি করতে পারে বুঝলে অপছন্দ করা হত)।
كتاب الصيام
عن ثابت البناني قال: سئل أنس بن مالك رضي الله عنه أكنتم تكرهون الحجامة للصائم (على عهد النبي صلى الله عليه وسلم)؟ قال لا، إلا من أجل الضعف
tahqiq

তাহকীক: