ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৫. রোযার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ১৩০৯
রোযার অধ্যায়
কিছু প্রবেশ করলে সিয়াম ভঙ্গ হবে, কিছু বের হলে নয়
(১৩০৯) ইবন আব্বাস রা. বলেন, সিয়াম নষ্ট বা ভঙ্গ হবে কিছু প্রবেশ করলে, কিছু বের হলে সিয়াম ভঙ্গ হয় না।
كتاب الصيام
عن ابن عباس رضي الله عنهما: الفطر (الصوم) مما دخل وليس مما خرج
তাহকীক:
হাদীস নং: ১৩১০
রোযার অধ্যায়
কিছু প্রবেশ করলে সিয়াম ভঙ্গ হবে, কিছু বের হলে নয়
(১৩১০) ইবন মাসউদ রা. বলেন, সিয়াম তো (নষ্ট) হবে যা প্রবেশ করবে তার জন্য, যা বের হবে তার জন্য নয়, আর ওযু তো (নষ্ট) হবে যা বের হবে তার জন্য, যা প্রবেশ করবে তার জন্য নয়।
كتاب الصيام
عن عبد الله بن مسعود رضي الله عنه قال: إنما الصيام مما دخل وليس مما خرج والوضوء مما خرج وليس مما دخل
তাহকীক: