ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৫. রোযার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১৩১১
রোযার অধ্যায়
বিসাল বা ইফতার বিহীন একটানা সিয়াম থেকে নিষেধাজ্ঞা
(১৩১১) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইফতার না-করে একটানা কয়েকদিন সিয়াম পালন করতে নিষেধ করেন। তখন মুসলিমগণের মধ্য থেকে একব্যক্তি বলেন, হে আল্লাহর রাসূল, আপনি তো ইফতার-বিহীন একটানা সিয়াম পালন করেন। তিনি বলেন, তোমাদের মধ্যে আমার মতো কে আছ? আমার প্রভু আমার রাত্রি যাপনকালে আমাকে খাওয়ান এবং পান করান।
كتاب الصيام
عن أبي هريرة رضي الله عنه قال: نهى رسول الله صلى الله عليه وسلم عن الوصال في الصوم فقال له رجل من المسلمين إنك تواصل يا رسول الله قال وأيكم مثلي؟ إني أبيت يطعمني ربي ويسقين