ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৫. রোযার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১৩৩৭
রোযার অধ্যায়
দুই ঈদের দিনে সিয়াম পালনে নিষেধাজ্ঞা
(১৩৩৭) উমার ইবনুল খাত্তাব রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এই দুইদিন সিয়াম পালন করতে নিষেধ করেছেন: যে দিন তোমরা (রামাদানের) সিয়াম শেষ কর (ঈদুল ফিতরের দিন) এবং দ্বিতীয় দিন যে দিন তোমরা তোমাদের কুরবানীর পশুর গোশত ভক্ষণ কর (ঈদুল আযহার দিন)।
كتاب الصيام
عن عمر بن الخطاب رضي الله عنه قال: هذان يومان نهى رسول الله صلى الله عليه وسلم عن صيامهما يوم فطركم من صيامكم واليوم الآخر تأكلون فيه من نسككم
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৩৩৮
রোযার অধ্যায়
দুই ঈদের দিনে সিয়াম পালনে নিষেধাজ্ঞা
(১৩৩৮) আবু সায়ীদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ঈদুল ফিতরের দিনে এবং কুরবানীর দিনে সিয়াম পালন করতে নিষেধ করেছেন।
كتاب الصيام
عن أبي سعيد رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم نهى عن صوم يوم الفطر والنحر
tahqiq

তাহকীক: