ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৬. হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১৪৪৮
হজ্ব - উমরার অধ্যায়
কঙ্কর কীভাবে নিক্ষেপ করতে হবে
(১৪৪৮) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন মিনার মসজিদের নিকটবর্তী জামরায় (ছোট জামরায়) কঙ্কর নিক্ষেপ করতেন তখন তিনি সাতটি কঙ্কর নিক্ষেপ করতেন। প্রতিটি কঙ্কর নিক্ষেপের সময় তিনি আল্লাহু আকবার' বলতেন। এরপর তিনি জামরাটির সামনে এগিয়ে যেয়ে কিবলামুখি হয়ে দাঁড়িয়ে তাঁর হাত দুইটি উঠিয়ে দুআ করতেন। তিনি এখানে (এভাবে) দীর্ঘসময় দাঁড়াতেন। অতঃপর তিনি দ্বিতীয় (মধ্যম) জামরায় এসে সেখানে সাতটি কাঁকর নিক্ষেপ করতেন। প্রতিটি কঙ্কর নিক্ষেপ করার সময় তিনি আল্লাহু আকবার' বলতেন। এরপর তিনি বাম দিকে নিম্নভূমির কাছে কিছুটা নেমে যেতেন। তিনি সেখানে কিবলামুখি হয়ে দাঁড়িয়ে তাঁর হাত দুইটি উঠিয়ে দুআ করতেন। অতঃপর তিনি জামরা বা গিরিপথের নিকটবর্তী জামরায় (জামরাতুল আকাবায়) আসতেন। তিনি সেখানে সাতটি কাঁকর নিক্ষেপ করতেন। তিনি প্রতিটি কাঁকর নিক্ষেপের সময় আল্লাহু আকবার' বলতেন। এরপর তিনি ফিরে আসতেন, সেখানে আর দাঁড়তেন না।
كتاب الحج
عن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم كان إذا رمى الجمرة التي تلي مسجد منى يرميها بسبع حصيات يكبر كلما رمى بحصاة ثم تقدم أمامها فوقف مستقبل القبلة رافعا يديه يدعو وكان يطيل الوقوف ثم يأتي الجمرة الثانية فيرميها بسبع حصيات يكبر كلما رمى بحصاة ثم ينحدر ذات الشمال مما يلي الوادي فيقف مستقبل القبلة رافعا يديه يدعو ثم يأتي الجمرة التي عند العقبة فيرميها بسبع حصيات يكبر عند كل حصاة ثم ينصرف ولا يقف عندها
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৪৪৯
হজ্ব - উমরার অধ্যায়
কঙ্কর কীভাবে নিক্ষেপ করতে হবে
(১৪৪৯) আব্দুর রহমান ইবন উসমান তাইমি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বিদায় হজ্জে আমাদেরকে নির্দেশ প্রদান করেন যে, কঙ্কর নিক্ষেপের সময় আমরা আঙ্গুল দিয়ে ছোড়ার মতো ছোট ছোট কঙ্কর নিক্ষেপ করব।
كتاب الحج
عن عبد الرحمن بن عثمان التيمي رضي الله عنه قال : أمرنا رسول الله صلى الله عليه وسلم أن نرمي الجمار بمثل حصى الخذف في حجة الوداع
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৪৫০
হজ্ব - উমরার অধ্যায়
কঙ্কর কীভাবে নিক্ষেপ করতে হবে
(১৪৫০) আবু সায়ীদ খুদরি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, নিক্ষিপ্ত কাঁকরের মধ্যে যা কবুল হয় তা উঠিয়ে নেওয়া হয়। তা না হলে তুমি দেখতে তা জমা হয়ে পাহাড়ের মতো হয়ে গিয়েছে।
كتاب الحج
عن أبي سعيد الخدري رضي الله عنه مرفوعا: ما يقبل منها يرفع ولولا ذلك لرأيتها مثل الجبال
tahqiq

তাহকীক: