ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৬. হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১৪৫১
হজ্ব - উমরার অধ্যায়
মাথা মুণ্ডনের পরে স্ত্রী-সম্ভোগ ছাড়া বাকি সবকিছু হালাল হয়ে যায়
(১৪৫১) আয়িশা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যখন তোমাদের কেউ জামরাতুল আকাবায় কঙ্কর নিক্ষেপ করবে তখন তার জন্য (ইহরামের কারণে যা কিছু নিষিদ্ধ হয়েছিল সেগুলোর) সবকিছু হালাল হয়ে যাবে, শুধুমাত্র স্ত্রী-সম্ভোগ বাদে।
كتاب الحج
عن عائشة رضي الله عنها مرفوعا: إذا رمى أحدكم جمرة العقبة فقد حل له كل شيء إلا النساء
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৪৫২
হজ্ব - উমরার অধ্যায়
মাথা মুণ্ডনের পরে স্ত্রী-সম্ভোগ ছাড়া বাকি সবকিছু হালাল হয়ে যায়
(১৪৫২) আয়িশা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যখন তোমরা কঙ্কর নিক্ষেপ করবে এবং মাথা মুণ্ডন করবে এবং (হজ্জের হাদঈর পশু) জবাই করবে তখন তোমাদের জন্য সবকিছু হালাল হয়ে যাবে, শুধুমাত্র স্ত্রী সম্ভোগ ছাড়া ।
كتاب الحج
عن عائشة رضي الله عنها مرفوعا: إذا رميتم وحلقتم وذبحتم فقد حل لكم كل شيء إلا النساء
tahqiq

তাহকীক: