ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৭. বিবাহ-শাদীর অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১৫৬৯
বিবাহ-শাদীর অধ্যায়
বিবাহে শর্ত আরোপ করা
(১৫৬৯) উকবা ইবন আমির রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, বিবাহের সময় যে শর্ত স্বীকার করে তোমরা স্ত্রীকে বৈধ করেছ, সেই শর্ত পূরণ করা সবচেয়ে বেশী জরুরি।
كتاب النكاح
عن عقبة بن عامر رضي الله عنه مرفوعا: إن أحق الشرط أن يوفى به ما استحللتم به الفروج
tahqiq

তাহকীক: