ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৭. বিবাহ-শাদীর অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
হাদীস নং: ১৫৮০
বিবাহ-শাদীর অধ্যায়
যে সকল মহিলাকে একত্রে বিবাহ করা নিষেধ
(১৫৮০) নবী-পত্নী উম্মু হাবীবা রা. বলেন, হে আল্লাহর রাসূল, আপনি আমার বোনকে বিবাহ করুন। তখন নবী (ﷺ) বলেন, আমার জন্য তা বৈধ নয় ।
كتاب النكاح
عن أم حبيبة رضي الله عنها قالت: يا رسول الله انكح أختي فقال النبي صلى الله عليه وسلم: إنها لا تحل لي
তাহকীক:
হাদীস নং: ১৫৮১
বিবাহ-শাদীর অধ্যায়
যে সকল মহিলাকে একত্রে বিবাহ করা নিষেধ
(১৫৮১) ফাইরুয দাইলামি রা. বলেন, আমি (রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আগমন করে তাঁকে) বললাম, হে আল্লাহর রাসূল, আমি ইসলাম গ্রহণ করেছি এবং আমার স্ত্রীদ্বয় দুই বোন। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তুমি দুইজনের যে কোনো একজনকে বেছে নাও।
كتاب النكاح
عن فيروز الديلمي رضي الله عنه قال: قلت يا رسول الله إني أسلمت وتحتي أختان فقال رسول الله صلى الله عليه وسلم: اختر أيتهما شئت
তাহকীক:
হাদীস নং: ১৫৮২
বিবাহ-শাদীর অধ্যায়
যে সকল মহিলাকে একত্রে বিবাহ করা নিষেধ
(১৫৮২) আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কোনো মহিলাকে তার ফুফুর সাথে একত্র করা যাবে না এবং কোনো মহিলাকে তার খালার সাথে একত্র করা যাবে না। (কোনো পুরুষ একত্রে উভয়কে স্ত্রীরূপে গ্রহণ করতে পারবে না)।
كتاب النكاح
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: لا يجمع بين المرأة وعمتها ولا بين المرأة وخالتها
তাহকীক:
হাদীস নং: ১৫৮৩
বিবাহ-শাদীর অধ্যায়
যে সকল মহিলাকে একত্রে বিবাহ করা নিষেধ
(১৫৮৩) তাবিয়ি ঈসা ইবন তালহা (১০০ হি.) বলেন, কোনো মহিলাকে তার আত্মীয়ার সাথে একত্রে বিবাহ করতে রাসূলুল্লাহ (ﷺ) নিষেধ করেছেন। আত্মীয়তার সম্পর্ক নষ্ট হওয়ার ভয়ে তিনি এই নিষেধাজ্ঞা দিয়েছেন।
كتاب النكاح
عن عيسى بن طلحة قال: نهى رسول الله صلى الله عليه وسلّم أن تنكح المرأة على قرابتها مخافة القطيعة
তাহকীক: